ইউনিভারসিটির নির্ধারিত আসনের অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি নেওয়া এবং সঠিক ভাবে রেজিস্ট্রেশন পদ্ধতি না মানার কারনে অতিরিক্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বাতিল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়
ছাত্র ছাত্রীদের আকস্মিক রেজিস্ট্রেশন বাতিলে বিপদে ৪২ জন
উত্তরপাড়া রাজা প্যায়ারিমোহন কলেজে BA প্রথমবর্ষে বার্ষিক পরিক্ষার মুখে ৪২জন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন বাতিল করলো কোলকাতা ইউনিভারসিটি ৷সুত্রের খবর ইউনিভারসিটির নির্ধারিত আসনের অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি নেওয়া এবং সঠিক ভাবে রেজিস্ট্রেশন পদ্ধতি না মানার কারনে অতিরিক্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বাতিল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷এই ঘটনা জানাজানি হওয়ার পর আজ রেজিস্ট্রেশন বাতিল হওয়া ছাত্রছাত্রীরা কলেজে জড়ো হয়ে কলেজ কতৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ৷পরীক্ষার মুখে এই ঘটনায় বেজায় বিপদে পরেছেন বেশ কিছু ছাত্রছাত্রী ৷এই বিষয় নিয়ে তারা সংবাদ মাধ্যমের কাছে কলেজ কতৃপক্ষের ও ছাত্র সংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ৷তারা জানান দীর্ঘদিন কোভিড পরিস্থিতির মধ্যে কলেজ বন্ধ হঠাৎ কলেজ কতৃপক্ষর তরফ থেকে ম্যাসেজ করে তাদের কলেজে দেখা করতে বলা হয় ৷তারা কলেজে এলে তাদের জানান হয় কোলকাতা বিশ্ববিদ্যালয় তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছে তাই এই কলেজ ছেড়ে তাদের অন্য কোন কলেজে গিয়ে ভর্তি হতে হবে ৷এই বিষয় নিয়ে ছাত্র সংসদের জি.এস সন্দীপ নাথ বলেন তারা ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন না তাই এই বিষয় বিশেষ কিছু বলতে পারবেননা ৷তবে তিনি বলেন কলেজের প্রিন্সিপাল চেষ্টা করছেন যাতে এই ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় ৷অন্য দিকে SFI এর পক্ষ থেকে সায়ন্তন বসু জানান তারা এই বিষয় খোঁজ খবর রাখছেন ৷ছাত্রছাত্রীদের যাতে কোন ভাবেই শিক্ষাবর্ষ নষ্ট না হয় সেই বিষয় তারা সচেষ্ট থাকবেন এবং কলেজ কতৃপক্ষের কাছে এই বিষয় সুষ্ঠ সমাধানের দাবীও জানিয়েছেন তিনি ৷চেষ্টা করেও এই বিষয় কলেজ কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি ৷
We hate spam as much as you do