গুলি-বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। খুনের অভিযোগে গ্রেফতার ৫ দুষ্কৃতী। তৃণমূল নেতার কাছে হুমকি ফোন আসে। কিছুক্ষণ পরেই আটকানো হয় রণজয়ের গাড়ি। বাইক আরোহী দুষ্কৃতীরা গাড়ি আটকায়।
খড়দায় তৃণমূল নেতা খুন। রনজয় শ্রীবাস্তব লোকসভার তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক
টিটাগড় খড়দা অঞ্চল আবার অশান্ত। রাতে খুন হয়ে গেল এক তৃণমূল নেতা।
এক সঙ্গীকে নিয়ে গাড়িতে চড়ে বিটি রোড ধরে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, খড়দার বড়পট্টি এলাকা গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়া হয়। গুলি-বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। খুনের অভিযোগে গ্রেফতার ৫ দুষ্কৃতী। তৃণমূল নেতার কাছে হুমকি ফোন আসে। কিছুক্ষণ পরেই আটকানো হয় রণজয়ের গাড়ি। বাইক আরোহী দুষ্কৃতীরা গাড়ি আটকায়। বচসার সময় গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। তৃণমূল নেতাকে গাড়ি থেকে নামিয়ে গুলি। তৃণমূল নেতার গলার নিচে গুলি লাগে। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মৃতের সঙ্গীর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এই নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "সোদপুরে আমাদের কর্মী জয় সাহাকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে। তৃণমূলের ভাগ বাঁটোয়ারা নিয়ে লড়াই শুরু হয়েছে। সুপারি দিয়েই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি খুনোখুনির রাজনীতি কোনওদিন আমদানি করেনি বাংলায়।"
সুত্র- abp আনন্দ
We hate spam as much as you do