শুক্রবার সন্দেশখালিতে তোলপাড়ের পর অনেকেরই ধারণা যে শাহজাহান শেখ হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন। কারণ, একে তো তাঁর মোবাইল টাওয়ার ট্রেস করা যাচ্ছে না। অর্থাৎ শাহজাহান শেখ যে মোবাইল নম্বর ব্যবহার করতেন তা বন্ধ রয়েছে। শাহজাহানের স্ত্রীর মোবাইল নম্বরও বন্ধ।
শাহজাহান শেখকে খুঁজতে লুকআউট নোটিস EDর! পালিয়ে বাংলাদেশ যেতে পারে
6th January 2024
সন্দেশখালির সরবেড়িয়ায় অনেকেরই ধারণা রয়েছে যে শাহজাহান শেখ জন্মসূত্রে বাংলাদেশি। পরে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছেন তিনি ও তাঁর পরিবার।
শুক্রবার সন্দেশখালিতে তোলপাড়ের পর অনেকেরই ধারণা যে শাহজাহান শেখ হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন। কারণ, একে তো তাঁর মোবাইল টাওয়ার ট্রেস করা যাচ্ছে না। অর্থাৎ শাহজাহান শেখ যে মোবাইল নম্বর ব্যবহার করতেন তা বন্ধ রয়েছে। শাহজাহানের স্ত্রীর মোবাইল নম্বরও বন্ধ।
ইডি সূত্রে বলা হচ্ছে, সন্দেশখালি এলাকায় ভেড়ি দখল, জমি দখল করা ছাড়াও শেখ শাহজাহান বাংলাদেশে বেআইনি পাচার করত বলে অভিযোগ রয়েছে। এমনকি মানুষ পাচারের অভিযোগও রয়েছে। অর্থাৎ বাংলাদেশের দুষ্ট চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ থাকতে পারে। শুধু তা নয়, সন্দেশখালি থেকে সুন্দরবন হয়ে জলপথে বাংলাদেশ ও মায়ানমারের রাস্তাও তাঁর চেনা। তাই এক হতে পারে, সুন্দরবনের কোনও দ্বীপে গা ঢাকা দিয়ে রয়েছেন শাহজাহান। কিংবা ইতিমধ্যে সীমান্ত পার করে গেছেন।
শাহজাহানের ছবি দিয়ে ইতিমধ্যে বিএসএফকে সতর্ক করেছে ইডি। শুধু তা নয়, গোয়েন্দা নেটওয়ার্কে শাহজাহানের খোঁজ শুরু হয়ে গিয়েছে। শাহজাহান পালিয়ে গেলেও তাঁর বাড়িতে ফের তল্লাশি অভিযান চালানোরও প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।
শুক্রবার সকালে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি অফিসাররা। তারা শাহজাহানের বাড়ির গেট খোলার যখন চেষ্টা করেন, তখন পিছন থেকে ইটবৃষ্টি শুরু হয়। তাতে তিন জন অফিসারের মাথা ফাটে। তাঁদের চিকিৎসার জন্য কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, শাহজাহানের খোঁজ লাগাতে তাঁর পরিবারের লোকজনকেও জেরা করা হতে পারে। তবে তার আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ইডি কর্তারা। হতে পারে এরপর থেকে আরও বড় বাহিনী নিয়ে তল্লাশি চালানো হবে। এমনকী শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছে বলে খবর।
We hate spam as much as you do