𝗖𝗜𝗧𝗨 র উদ্যোগে আজকে সরকারি অফিসে ঢুকে পোস্টার মেরে আসা হল। অবিলম্বে স্মার্ট প্রিপেইড মিটার বন্ধ না করলে এরপরে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে যতক্ষণ না অবধি স্মার্ট প্রিপেইড মিটার বন্ধ করছে কেন্দ্র ও রাজ্য সরকার এই হুশিয়ারী দিয়ে আসা হয়।
স্মার্ট মিটারের বিরুদ্ধে 𝗖𝗜𝗧𝗨র বিক্ষোভ খড়দহ 𝗪𝗕𝗦𝗘𝗚𝗖𝗟 এর সামনে
3rd july 2024
𝗖𝗜𝗧𝗨 উত্তর ২৪ পরগণা জেলার উদ্যোগে আজ 𝗪𝗕𝗦𝗘𝗚𝗖𝗟 খড়দহ বিদ্যুৎ এর রিজিওনাল অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হলো ।। বেশ কিছুক্ষণ বিদ্যুতের অফিস অবরুদ্ধ করে রাখা হয়।।
• বিজেপি-তৃণমূলের যোগসাজসে প্রিপেইড স্মার্ট মিটারিং স্কীমের মাধ্যমে ঘুরপথে বিদ্যুৎ শিল্পকে বেসরকারীকরণের চক্রান্ত ব্যর্থ কর।
• সরকারী মালিকানাধীন বিদ্যুৎ শিল্পকে বেসরকারি হাতে তুলে দেবার তৃণমূল – বিজেপির চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।
• প্রিপেইড স্মার্ট মিটারিং স্কীম চালুর বিরুদ্ধে বিস্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।
• নানা কৌশলে বিদ্যুৎ মাশুল বাড়ানোর বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহকরা এক হও।
• প্রিপেইড স্মার্ট মিটারিং স্কীম চালুর আড়ালে বিদ্যুতের বিল পরিশোধের ডিউ ডেট সহ অতিরিক্ত ১৫ দিন সময় পাবার ৭৫ বছরের সুবিধা কেড়ে নেওয়া চলবে না।
• জোর করে স্মার্ট মিটার বসিয়ে মিটারের দাম বাবদ ৯/১০ হাজার টাকার বোঝা বিদ্যুৎ গ্রাহকদের ঘাড়ে চাপানো চলবে না।
অবিলম্বে স্মার্ট প্রিপেড মিটার বন্ধ করতে হবে এই সকল দাবি নিয়ে 𝗪𝗕𝗦𝗘𝗚𝗖𝗟 রিজিওনাল অফিস খড়দহ তে 𝗗𝗶𝘃𝗶𝘀𝗶𝗼𝗻𝗮𝗹 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿 এর কাছে ডেপুটেশন দেওয়া হলো।।
𝗖𝗜𝗧𝗨 র উদ্যোগে আজকে সরকারি অফিসে ঢুকে পোস্টার মেরে আসা হল। অবিলম্বে স্মার্ট প্রিপেইড মিটার বন্ধ না করলে এরপরে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে যতক্ষণ না অবধি স্মার্ট প্রিপেইড মিটার বন্ধ করছে কেন্দ্র ও রাজ্য সরকার এই হুশিয়ারী দিয়ে আসা হয়।
বিক্ষোভে অংশ নেন সিটু জেলার নেতৃত্ব গার্গী চ্যাটার্জী, সোমনাথ ভট্টাচার্য্য সহ অনেকে।
We hate spam as much as you do