Tranding

12:16 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আবাস যোজনায় দুর্নীতি অভিযোগে, বাম বিক্ষোভে উত্তাল দেগঙ্গা

আবাস যোজনায় দুর্নীতি অভিযোগে, বাম বিক্ষোভে উত্তাল দেগঙ্গা

বিক্ষোভে উপস্থিত সিপিএম নেতা আহমেদ আলি খান বলেন শাসক দলের প্রধান উপপ্রধান সদস‍্যদের লোকদের প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা বিপুল টাকার বিনিময়ে বাড়ি পেয়েছে। অথচ যারা প্রকৃত গরীব বাড়ি দরকার তারা পাচ্ছে না। তিনি বলেন বিডিওর কাছে হাজার খানেক গরীব মানুষের তালিকা জমা দেন। "

আবাস যোজনায় দুর্নীতি অভিযোগে, বাম বিক্ষোভে উত্তাল দেগঙ্গা

আবাস যোজনায় দুর্নীতি অভিযোগে, বাম বিক্ষোভে উত্তাল দেগঙ্গা

27 Dec 2022 

 
 ফের আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ, পথ অবরোধ উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়
আবাস যোজনার বাড়ীর তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে বামেদর পক্ষ থেকে দেগঙ্গার ব্লক অফিসে ধুন্ধুমার কান্ড। প্রায় কয়েক হাজার বাম কর্মী সমর্থকরা বিডিও অফিসের সামনে উপস্থিত হলে অফিসে মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। তখন বামকর্মীরা ঠেলে ঢোকেন। পুলিশের বাধায় ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। প্রতিবাদে মুখর হয়ে ওঠে এলাকা। 

 

বিক্ষোভে উপস্থিত সিপিএম নেতা আহমেদ আলি খান বলেন শাসক দলের প্রধান উপপ্রধান সদস‍্যদের লোকদের প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা বিপুল টাকার বিনিময়ে বাড়ি পেয়েছে। অথচ যারা প্রকৃত গরীব বাড়ি দরকার তারা পাচ্ছে না। তিনি বলেন বিডিওর কাছে হাজার খানেক গরীব মানুষের তালিকা জমা দেন। "

 

প্রচুর জমায়েতে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
বাসিন্দাদের অভিযোগ, যতক্ষণ তাঁদের এই দাবি পূরণ হবে, ততক্ষণ তাঁরা এই আন্দোলন  চালিয়ে যাবেন। প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় আবাস যোজনাকে ঘিরে একের পর এক অভিযোগ উঠে আসছে। 

Your Opinion

We hate spam as much as you do