Tranding

11:21 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বৃষ্টিস্নাত সন্ধ‍্যায় অভয়া মঞ্চের সভায় কর্মক্ষেত্রে খুন হওয়া নারী ডাক্তারের বিচার দাবী

বৃষ্টিস্নাত সন্ধ‍্যায় অভয়া মঞ্চের সভায় কর্মক্ষেত্রে খুন হওয়া নারী ডাক্তারের বিচার দাবী

কেন্দ্রের সিবিআই বা রাজ্যের পুলিশ, অপরাধ চক্রের মাথাদের ধরেনি কেউ। বক্তারা বলেছেন যে আসল অপরাধীরা শাস্তি পায়নি। হাসপাতালে হাসপাতালে থ্রেট কালচারের পাণ্ডারা এখনও ঘুরে বেড়াচ্ছে। ফলে জনতার আন্দোলন জারি রাখতে হবে।

বৃষ্টিস্নাত সন্ধ‍্যায় অভয়া মঞ্চের সভায় কর্মক্ষেত্রে খুন হওয়া নারী ডাক্তারের বিচার দাবী

বৃষ্টিস্নাত সন্ধ‍্যায় অভয়া মঞ্চের সভায় কর্মক্ষেত্রে খুন হওয়া নারী ডাক্তারের বিচার দাবী


 19 Jun 2025  


আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর বিচারের দাবিতে খড়দহে সভা করল ‘অভয়া মঞ্চ’। বৃহস্পতিবারের এই "রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে জন সমাবেশে" বৃষ্টির মধ্যেও অংশ নিলেন বহু মানুষ। 


খড়দহ বিটি রোড শান্তি বাজারে হয়েছে জনসমাবেশ। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার নাট্য পরিচালক চন্দন সেন। সভা হয়েছে কথায় গানে নাটকের মধ্যে দিয়ে। বক্তব্য রাখেন ডাঃ গৌতম মুখার্জি বিশিষ্ট নাট্যকার চন্দন সেন, অধ্যাপক দেবাশিস ভৌমিক, ডাঃ তমনাশ চৌধুরী, ডাঃ হিরন্ময় কোঙার বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেত্রী দীপ্সিতা ধর, যুব নেতা কলতান দাশগুপ্ত , কামদুনি আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক প্রদীপ মুখার্জি, জয়া ভট্টাচার্য। ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারও। 


কেন্দ্রের সিবিআই বা রাজ্যের পুলিশ, অপরাধ চক্রের মাথাদের ধরেনি কেউ। বক্তারা বলেছেন যে আসল অপরাধীরা শাস্তি পায়নি। হাসপাতালে হাসপাতালে থ্রেট কালচারের পাণ্ডারা এখনও ঘুরে বেড়াচ্ছে। ফলে জনতার আন্দোলন জারি রাখতে হবে।

Your Opinion

We hate spam as much as you do