Tranding

12:24 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / RGKar -বামদল ও কংগ্রেস প্রতিবাদে মহামিছিলে পানিহাটি

RGKar -বামদল ও কংগ্রেস প্রতিবাদে মহামিছিলে পানিহাটি

আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে এই স্লোগান তুলে মিছিল করল বামফ্রন্ট এবং কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট এবং কংগ্রেসের ডাকে এই মিছিলে শামিল হয় সিপিআই(এম-এল) লিবারেশন। পানিহাটিতে এই মহামিছিল হয়েছে। ঘোলা বাস স্ট্যান্ড থেকে এই প্রতিবাদী মহা মিছিল শুরু হয়

RGKar -বামদল ও কংগ্রেস প্রতিবাদে মহামিছিলে পানিহাটি

RGKar -বামদল ও কংগ্রেস প্রতিবাদে মহামিছিলে পানিহাটি
  
21 Aug 2024  


মঙ্গলবার পানিহাটিতে মহামিছিলে সুজন চক্রবর্তী সহ বাম এবং কংগ্রেস নেতৃবৃন্দ।
শাস্তি দিতে হবে অপরাধীদের। সরকারের কাজ সেটিই। কিন্তু প্রমাণ লোপাটে আর দোষীদের আড়াল করতে ব্যস্ত প্রশাসন। পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারকে। 
আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে এই স্লোগান তুলে মিছিল করল বামফ্রন্ট এবং কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট এবং কংগ্রেসের ডাকে এই মিছিলে শামিল হয় সিপিআই(এম-এল) লিবারেশন। পানিহাটিতে এই মহামিছিল হয়েছে। ঘোলা বাস স্ট্যান্ড থেকে এই প্রতিবাদী মহা মিছিল শুরু হয়। শেষ হয় বিটি রোডের সোদপুর ট্রাফিক মোড়ে। সোদপুর মোড়ে হয় প্রতিবাদ সভা। 
বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ‍্য নেতা সুজন চক্রবর্তী,  পলাশ দাশ নেতৃবৃন্দ। ফরওয়ার্ড ব্লক, সিপিআই, জাতীয় কংগ্রেস, সিপিআই (এম-এল) লিবারেশন নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। 
পুলিশকে  নিষ্ক্রিয় রেখে দুষ্কৃতীদের দিয়ে হাসপাতাল ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানানো হয়। হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন

Your Opinion

We hate spam as much as you do