২০০৬ এ বীজপুর থেকে বামফ্রন্ট এর বিধায়ক হিসাবে নির্বাচিত হন। তিনি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র সকাল বিভাগের অধ্যক্ষ ছিলেন।
ডঃ নির্ঝরিনী চক্রবর্তীর জীবনাবসান
ডঃ নির্ঝরিনী চক্রবর্তীর জীবনাবসান হয়েছে । তিনি ২০০৬ এ বীজপুর থেকে বামফ্রন্ট এর বিধায়ক হিসাবে নির্বাচিত হন। তিনি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র সকাল বিভাগের অধ্যক্ষ ছিলেন।
তিনি শ্যামনগর নোয়াপাড়ায় থাকতেন। তার পৈতৃক বাড়ি কাঁচড়াপাড়া। সেখানে পারিবারিক অসুবিধার কারনে ছোটবেলায় স্কুলে দপ্তরীর কাজ করতেন। পরে মাধ্যমিক পাশ করে করণিক হন। পরে স্নাতক হয়ে বিদ্যালয়ের শিক্ষিকা হন। এরপর তিনি স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে কলেজের অধ্যাপক হিসাবে যুক্ত হন। পরবর্তীতে ঐ কলেজের অধ্যক্ষার দায়িত্ব পালন করেন। দক্ষ প্রশাসক হিসাবে তার ভুমিকা পালন করেন।
We hate spam as much as you do