Tranding

05:15 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সমাজকর্মী স্ট্যান স্বামীর মৃত্যু একটি হত্যা। প্রতিবাদ সভায় বারাকপুরের সাংস্কৃতিক মঞ্চ

সমাজকর্মী স্ট্যান স্বামীর মৃত্যু একটি হত্যা। প্রতিবাদ সভায় বারাকপুরের সাংস্কৃতিক মঞ্চ

এই সময়কাল আবার একটা স্বাধীনতা সংগ্রামের সময়কাল। তিনি স্ট্যান স্বামীর সারাজীবনের কাজ মুলত আদিবাসী ও অরণ্যের অধিকার নিয়ে দাবী আন্দোলনের ইতিহাস উল্লেখ করেন।

সমাজকর্মী  স্ট্যান স্বামীর মৃত্যু একটি হত্যা। প্রতিবাদ সভায় বারাকপুরের সাংস্কৃতিক মঞ্চ

সমাজকর্মী  স্ট্যান স্বামীর মৃত্যু একটি হত্যা। প্রতিবাদ সভায় বারাকপুরের সাংস্কৃতিক মঞ্চ

ফ্যাসিস্ট আগ্রাসনের বিরুদ্ধে লড়তে গেলে আরো অনেকের সাথে জোট করতে হবে। UAPA অপব্যবহার রুখবে। স্টান স্বামীর মৃত্যু গোটা দেশের মানুষের সামনে স্পষ্ট করে দিল বিচার ব্যবস্থা কিভাবে প্রভাবিত হয়। বললেন বিশিষ্ঠ নাট্যকার চন্দন সেন।

শুক্রবার  বারাকপুর স্টেশন চত্ত্বরে স্টান স্বামী হত্যার প্রতিবাদে প্লাটফর্ম ফর এডুকেসন লিটারেচার কালচারের ডাকে শিল্পী সাহিত্যিক অভিনেতাদের প্রতিবাদ সভায় সভাপতি চন্দন সেন বলেন এটা কোনো রাজনৈতিক সভা নয় কিন্তু সমাজের কোনো বিষয়ই রাজনীতি বহির্ভুত নয়।

 

সঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার তার বক্তব্যে বর্তমান সময়ে ফ্যাসিবাদের নয়া রূপ আরও বেশি আগ্রাসী এবং কৌশলী একথা উল্লেখ করেন। গনতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ নির্বাচন বজায় রেখেই কিভাবে একনায়কত্ব কায়েম করা যায় তার নিদর্শন।  বিচার ব্যবস্থা থেকে শিক্ষা সংস্কৃতিকে  কুক্ষিগত করা হচ্ছে। স্টান স্বামীর মৃত্যুকে একটি হত্যা বলে চিহ্নিতকরণকে সমর্থন করেন। এই সময়কাল আবার একটা স্বাধীনতা সংগ্রামের সময়কাল। তিনি স্ট্যান স্বামীর সারাজীবনের কাজ মুলত আদিবাসী ও অরণ্যের অধিকার নিয়ে দাবী আন্দোলনের ইতিহাস উল্লেখ করেন।
 বক্তব্যের মাঝে সঙ্গীত পরিবেশন করেন। 

এই সভায় অভিনেতা বিমল চক্রবর্তী প্রতিবাদের সুরে বলেন আমরা কেউ রাজনীতি বহির্ভুত নয়। অবশ্যই একটা পক্ষ। নির্বাচনী ইস্তাহারের বাইরে সমাজ ও সংস্কৃতির বিস্তীর্ণ প্রাঙ্গনের কথা উল্লেখ করেন। রাস্তাই একমাত্র রাস্তা বিমলবাবুর মত। 

সভায় প্রাক্তন সাংসদ তড়িত তোপদার বিহার সরকার বনাম কেদারনাথ মামলার দূর্বলতার মধ্যে দিয়ে কিভাবে এই UAPA আইনের অপব্যবহার সমস্ত বিরোধী কন্ঠরোধ করার প্রক্রিয়া চলছে তা উল্লেখ করেন। ইউপিএ ১ সরকারের সময় অরণ্য সুরক্ষা আইন প্রবর্তনের উল্লেখ করেন।

বক্তব্য রাখেন অভিনেতা দেবদূত ঘোষ।  সভায় প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ দেবাশীষ ভৌমিক। গননাট্য আন্দোলনের কর্মী অসীম বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করেন। 

 

Your Opinion

We hate spam as much as you do