Tranding

12:23 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী পলতা পিএন দাস কলেজ

আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী পলতা পিএন দাস কলেজ

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বারাসাত সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ সমর চট্টোপাধ্যায়। মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের দলের হাতে রানার্স ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক ডঃ অনির্বাণ সরকার।

আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী পলতা পিএন দাস কলেজ

আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী পলতা পিএন দাস কলেজ

10th oct. 2023

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ গুলির ভলিবল প্রতিযোগিতায় জয়ী হল পলতা পিএন দাস কলেজ। বারাসাত অ্যাকাডেমী ফর স্পোর্টস অ্যান্ড গেমসের ক্রীড়াঙ্গণে সারা দিন ব্যাপী এই আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতার ফাইনালে আজ জয়ী হয় পিএন দাস কলেজ। 


প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বেশ কিছু কলেজ অংশগ্রহণ করে। ফাইনালে মহাদেবানন্দ মহাবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিএন দাস কলেজ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বারাসাত সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ সমর চট্টোপাধ্যায়। মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের দলের হাতে রানার্স ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক ডঃ অনির্বাণ সরকার।
 শ্রী সরকার প্রতিযোগিতার সাফল্যর জন্য সংগঠক ও অংশগ্রহণকারী কলেজ গুলির অধ্যক্ষ, আধিকারিক, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠকদের এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান। 

 

জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার জন্য গঠিত পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের দলে  পিএন দাস কলেজের  ৭ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ডঃ শর্মিলা দে দলের সমস্ত ছাত্রকে অভিনন্দিত করেছেন।

Your Opinion

We hate spam as much as you do