Tranding

11:21 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বাদুড়িয়ায় পুকুর ভরাটের বিরুদ্ধে গনবিক্ষোভ, বিজ্ঞান মঞ্চের অভিযোগ

বাদুড়িয়ায় পুকুর ভরাটের বিরুদ্ধে গনবিক্ষোভ, বিজ্ঞান মঞ্চের অভিযোগ

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বাদুড়িয়া পৌরসভার ৩ এবং ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্হানে রথতলার কাছে ১০০-১৫০বছরের পুরনো একটি পুকুর আছে।যা ছোট পুকুর নামে পরিচিত।যার জে এল নং ৬৭, খতিয়ান নং ১৫১,দাগ নং ৪৯৯।জমির সরকারি পরচা অনুযায়ী সেটি রায়ত অমরেন্দ্রনাথ ভট্টাচার্যের ৪৯৯ দাগে পুকুর হিসাবে নথিভুক্ত।যার পরিমাণ ০.২৩একর।

বাদুড়িয়ায় পুকুর ভরাটের বিরুদ্ধে গনবিক্ষোভ, বিজ্ঞান মঞ্চের অভিযোগ

বাদুড়িয়ায় পুকুর ভরাটের বিরুদ্ধে গনবিক্ষোভ, বিজ্ঞান মঞ্চের অভিযোগ

 

নিজস্ব সংবাদদাতা:বসিরহাট, ১৯ মে-হাসনাবাদ, টাকী ছাড়িয়ে এবার বাদুড়িয়াতেও অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হলো পুকুর ভারটে।পুকুর ভরাট বন্ধ করতে একজোট হয়ে গ্রামবাসীরা প্রশাসনের দরজায় দরজায়।গ্রামবাসীদের সই সম্বলিত লিখিত অভিযোগ ১৭ মে জমা পড়লো বি এল অ্যান্ড আর ও,বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও স্হানীয় ৩ এবং ৪ নং ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে।গ্রামবাসীদের দাবি প্রশাসন অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করুক।

 

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বাদুড়িয়া পৌরসভার ৩ এবং ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্হানে রথতলার কাছে ১০০-১৫০বছরের পুরনো একটি পুকুর আছে।যা ছোট পুকুর নামে পরিচিত।যার জে এল নং ৬৭, খতিয়ান নং ১৫১,দাগ নং ৪৯৯।জমির সরকারি পরচা অনুযায়ী সেটি রায়ত অমরেন্দ্রনাথ ভট্টাচার্যের ৪৯৯ দাগে পুকুর হিসাবে নথিভুক্ত।যার পরিমাণ ০.২৩একর।

যেটি ভরাট করতে শুরু করেছে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী।পুকুরটি এতদিনে ধরে আদ্য শ্রাদ্ধ থেকে শুরু করে সামাজিক বিভিন্ন মঙ্গলাদি ক্রিয়া কর্মে ব্যবহৃত হয়ে আসছে।এমনকি স্হানীয় ৩-৪টি ক্লাবের দূর্গা প্রতিমা নিরঞ্জনে পুকুরটি ব্যবহার করা হয়।আচমকা পুকুর ভরাটে নেপথ্যে পুকুর বিক্রির খবর পায় গ্রামবাসীরা।তারা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রশাসনের দ্বারস্থ হন।
সম্প্রতি হাসনাবাদের তালপুকুর বাজার সংলগ্ন গ্রামবাসীদের ব্যবহারযোগ্য গার্হস্থ্য পুকুরটি রাতের অন্ধকারে বেমালুম ভরাট করে ফেলে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী।
 

২৮ অক্টোবর পুলিশ, প্রশাসনের বিভিন্ন মহল এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইছামতী বিজ্ঞান কেন্দ্র। অভিযোগ, সাত মাস অতিক্রান্ত হতে যাচ্ছে।প্রশাসন ন্যুনতম কোন ব্যবস্থা এখনো নেয় নি।গত ১৩ মে টাকী পৌরসভার ৬নং ওয়ার্ডের রজিপুরে মতিঝিল পুকুর ভরাটের খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারে পার্ক তৈরির অছিলায় পুকুরটি ভরাট করতে চাইছে স্থানীয় অসাধু ব্যবসায়ীরা।
 

বাস্তুতন্ত্রের ভয়ংকর ক্ষতি  হয়ে যাবে এভাবে দেদার পুকুর ভরাট করলে।নড়েচড়ে বসে ইছামতী বিজ্ঞান কেন্দ্র।মঞ্চের পক্ষ থেকে নেতৃবৃন্দ দ্বারস্থ হন টাকী পৌরসভার চেয়ারম্যানের।চেয়ারম্যানের অনুপস্থিতিতে স্মারকলিপি জমা নেন ভাইস চেয়ারম্যান ফারুক গাজি।তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মঞ্চের নেতৃবৃন্দকে।

প্রতিটি ঘটনায় শাসকদলের মদত রয়েছে বলে অভিযোগ উঠছে স্থানীয়ভাবে।বাদুড়িয়ার ঘটনাও তার ব্যতিক্রম নয়।স্থানীয় বাসিন্দাদের অনুমান শাসকদলের মদত ছাড়া পুকুর ভরাট সম্ভব নয়।তাদের অধিকাংশেরই দাবি পুকুর ভরাট বন্ধ করে পুকুরটি সংস্কার করে ফের ব্যবহার যোগ্য করে তোলার পদক্ষেপ নিক পৌরসভা।এখন দেখার পৌরসভার কী ভূমিকা?অপেক্ষায় বাদুড়িয়াবাসী।
ছবি:(১)বাদুড়িয়ার রথতলার কাছে শুরু হয়েছে পুকুর ভরাটের কাজ। 
(২)পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মানুষ

Your Opinion

We hate spam as much as you do