Tranding

11:24 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নিউটাউন গুলিবৃষ্টির ঘটনায় এক অভিযুক্ত বসিরহাট থেকে গ্রেপ্তার । নাম চামকর সিং ওরফে দায়ুদ মোল্লা   

নিউটাউন গুলিবৃষ্টির ঘটনায় এক অভিযুক্ত বসিরহাট থেকে গ্রেপ্তার । নাম চামকর সিং ওরফে দায়ুদ মোল্লা   

রাজ্যের অন্যান্য প্রান্তের মতো বসিরহাট মহকুমাও যে দেশের বিভিন্ন রাজ্যের কুখ্যাত দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয়স্থল তা এদিনের ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল।

নিউটাউন গুলিবৃষ্টির ঘটনায় এক অভিযুক্ত বসিরহাট থেকে গ্রেপ্তার । নাম চামকর সিং ওরফে দায়ুদ মোল্লা   

নিউটাউন গুলিবৃষ্টির ঘটনায় এক অভিযুক্ত বসিরহাট থেকে গ্রেপ্তার । নাম চামকর সিং ওরফে দায়ুদ মোল্লা   

বাংলাদেশে পালানোর আগেই পুলিশের জালে নিউটাউনের শাপুরজি আবাসনের ঘটনায় জড়িত হিসেবে অভিযুক্ত  চামকর সিং ওরফে দাউদ মোল্লা।সোমবার বসিরহাটের মাটিয়ার এক নিষিদ্ধপল্লী থেকে কাশীপুর থানা ও মাটিয়া থানার যৌথ পুলিশি অভিযানে চামকর সিং গ্রেফতার হয়।সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কাশীপুর থানায়।পুলিশ জানিয়েছে চামকর পাঞ্জাবের বারনালার বাসিন্দা।পেশায় অস্ত্রের কারবারি।রাজ্যের অন্যান্য প্রান্তের মতো বসিরহাট মহকুমাও যে দেশের বিভিন্ন রাজ্যের কুখ্যাত দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয়স্থল তা এদিনের ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল।অতীতে বহুবার এই বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে অনেকেই গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে গুলিবৃষ্টির ঘটনায় পাঞ্জাবের কুখ্যাত দুই গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত সিং খাড়ার মৃত্যু হয়।এই ঘটনার পর পুলিশ তদন্তে নেমে জানতে পারে নিহত ওই দুই গ্যাংস্টারের সাথে চামকর সিং ওরফে দাউদ মোল্লার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।তদন্তে আরো জানা যায় নিউটাউনের শাপুরজি আবাসনে সুখবৃষ্টির এনকাউন্টারের ঘটনায় আরো কয়েকজন জড়িত।তারা কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলীর আসেপাশে গা ঢাকা দিয়ে আছে।তাদেরই একজন এই চামকর ওরফে দাউদ।সে কাশীপুর এলাকায় একটি গ‍রুর খাটালে আত্মগোপন করে রয়েছে।গোয়েন্দারা তার গতিবিধির উপর নজর রাখতে শুরু করে।তদন্তে এও উঠে আসে কাশীপুরের ওই খাটাল থেকে বসিরহাটের মাটিয়া এলাকার এক নিষিদ্ধ পল্লীতে যাতায়াত আছে চামকরের।সেই মতো পুলিশ জাল পাতে।সোমবার ভোর ৬টা নাগাদ কাশীপুর ও মাটিয়া থানার পুলিশ যৌথ অভিযানে নামে।সশস্ত্র পুলিশের বিরাট বাহিনী ঘিরে ফেলে মাটিয়ার ওই নিষিদ্ধপল্লীর গোটা এলাকা।সেখানে এক মহিলার ঘরে ঢুকে কপালে রিভলবার ঠেকিয়ে চামকর সিং ওরফে দাউদ মোল্লাকে গ্রেফতার করে এবং দ্রুত গতিতে গাড়িতে তুলে রওনা দেয়।পুলিশ জানায় পাঞ্জাবের বারনালার বাসিন্দা এই চামকর সিং অস্ত্র কারবারে যুক্ত।সেই সূত্র ধরে জয়পাল ও যশপ্রীতদের মতো গ্যাংস্টারদের সাথে তার পরিচয়।সে নাম ভাড়িয়ে কাশীপুর এলাকায় আশ্রয় নিয়েছিল।নিউটাউন স্যুট আউট কান্ডের পর তদন্তে তার নাম উঠে আসে।কাশীপুর তার কাছে আর নিরাপদ নয়।এই ভেবে চামকর এদিনই বাংলাদেশে পালানোর পরিকল্পনা করে।নিষিদ্ধ পল্লীতে যে বান্ধবীর কাছে সে আসতো তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই কথা জানতে পারে।আজই বসিরহাট দিয়ে সে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করে।কিন্তু সকালের দিকে বৃষ্টি এবং ঘুম ভাঙতে দেরি হওয়ায় ভেস্তে যায় চামকর সিং ওরফে দাউদ মোল্লার সমস্ত পরিকল্পনা।
চামকর বাংলাদেশে পালানোর উদ্দেশ্যে বসিরহাটকে কেন বেছে নিল?বসিরহাট জেলা পুলিশের নজর এড়িয়ে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে হবে বি এস এফ'র কড়া নজরদারি এড়িয়ে।কী করে সম্ভব?তবে কী চামকরের পূর্ব পরিচিত কোন ব্যাক্তি যে চামকরকে নিরাপদে পৌঁছে দেবে নিরাপদ আশ্রয়ে বাংলাদেশের কোন গ্রামে? কে বা কারা সেই ব্যাক্তি?উঠছে এমনই একাধিক প্রশ্ন।
ছবি:চামকর সিং।

Your Opinion

We hate spam as much as you do