আজ, অর্থাৎ ১৭ জানুয়ারি, JBCSSR এর নিজস্ব ভবন ও লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর প্রকাশ কারাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমান বসু, মহঃ সেলিম। রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
জ্যোতি বসু সমাজ বিজ্ঞান চর্চা ও গবেষণাগারের উদ্বোধনে প্রকাশ কারাত
17 জানুয়ারি 2025
বহু বামপন্থী মানুষের অর্থে ও সহায়তায় তৈরি হয়েছে জ্যোতি বসু সমাজ বিজ্ঞান চর্চা ও গবেষণাগার (JBCSSR)। বহু সাধারণ মানুষ অর্থ, বই, সময় ও পরিশ্রম দিয়ে এটি নির্মাণ করেছেন, করছেন।
তৈরি হল একটি আন্তর্জাতিক মানের গ্রন্থাগার ও আর্কাইভ নির্মাণ।
"সময়"যা মানুষের স্মৃতিতে ধরা থাকে, তাও রেকর্ড করা চলছে। একটি টিম বিভিন্ন ধরনের মানুষের সাক্ষাৎকার সংগ্রহের মাধ্যমে সেই কাজ শুরু করেছে।
চলছে বেশ কিছু ব্যক্তিগত গবেষণাও। আগামীদিনে সমাজবিজ্ঞান শাখায় আরো অনেক আধুনিক গবেষণা যাতে হয়, সেবিষয়ে আলোচনা চলছে।
আজ, অর্থাৎ ১৭ জানুয়ারি, JBCSSR এর নিজস্ব ভবন ও লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর প্রকাশ কারাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমান বসু, মহঃ সেলিম। রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
We hate spam as much as you do