সজল বারুই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই নৃত্যশিল্পীর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় এদিন। মৃতের বাড়ি কল্যাণী।
তৃণমূলের ভাটপাড়া উৎসবে অনুষ্ঠান করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণ নৃত্যশিল্পীর।
27 jan 2024
পশ্চিমবঙ্গে এখন পাড়ায় পাড়ায় বিভিন্ন জনপ্রতিনিধিদের সৌজন্যে উৎসবের মরসুম। সেই রকমই ভাটপাড়া বিধানসভায় চলছিল ভাটপাড়া উৎসব। কিন্তু সেখানেই উদ্যোক্তাদের চূড়ান্ত অসতর্কতার কারণেই গত ২৫শে জানুয়ারি ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা
চলতি মাসের ১৯ জানুয়ারি থেকে এই উৎসব চলছে। সেখানেই এদিন ঘটে গেল বড়সড় বিপর্যয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজন বছর বাইশের নৃত্যশিল্পীর ।
ভাটপাড়া উৎসব প্রায় গত দশ দিন ধরে চলছে। সেখানেই এদিন নাচের আয়োজন করা হয়েছিল। এসেছিল বেশ কয়েকটি গ্রুপ। উৎসবের মেজাজেই ছিল এদিনের আবহ। গ্রুপ নাচের কথা ছিল এদিনের উৎসবে। সেখানে তিনটি গ্রুপের পারফর্ম করার কথা। মঞ্চে তখন একটি দলের নাচ চলছে। স্টেজের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন এক নৃত্যশিল্পী, সজল বারুই। তিনি নাচ পরিবেশন করে এসে সেখানে দাঁড়িয়েছিলেন। তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি একা নন, তাঁর সঙ্গে আরও এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সজল বারুই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই নৃত্যশিল্পীর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় এদিন। মৃতের বাড়ি কল্যাণী।
প্রতিবাদে সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জী ও অন্যান্যরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যান। সেখানে তৃণমূলের স্থানীয় লোকেরা ধাক্কা দেয় এবং ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ । এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ লক্ষ করা যায়।
এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভাটপাড়া উৎসব এবারের মতো বন্ধ করে দেওয়া হয়। নেমে এসেছে শোকের ছায়া।
We hate spam as much as you do