Tranding

11:24 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বসিরহাটে বিশ্বজলবায়ু ধর্মঘট পালন উদ্যোগে , পরিবেশ বন্ধু

বসিরহাটে বিশ্বজলবায়ু ধর্মঘট পালন উদ্যোগে , পরিবেশ বন্ধু

জলবায়ু নয়,ব্যবস্হা বদলাও এই দাবিকে সামনে রেখে স্হায়ী নদীবাঁধ, ম্যানগ্রোভ রোপণ, নদীর নাব্যতা বৃদ্ধির জোরালো দাবি উঠলো পরিবেশ বন্ধুদের পক্ষ থেকে।সেই সাথে যাদের জমি ও ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে তাদের অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি উঠলো বসিরহাট বোটঘাটে ইছামতী সেতু সংলগ্ন স্হানের পথসভা থেকে

বসিরহাটে বিশ্বজলবায়ু ধর্মঘট পালন উদ্যোগে , পরিবেশ বন্ধু

বসিরহাটে বিশ্বজলবায়ু ধর্মঘট পালন উদ্যোগে , পরিবেশ বন্ধু

newscopes.in
নিজস্ব সংবাদদাতা:বসিরহাট, -পরিবেশ বন্ধু বসিরহাটের উদ্যোগে শুক্রবার ৫ই নভেম্বর  বসিরহাটে বিশ্বজলবায়ু ধর্মঘট পালিত হয়।এদিনের এই কর্মসূচীতে অংশ নেয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বসিরহাটের শহীদ দীনেশ মজুমদার কেন্দ্র, টাকী ইছামতী বিজ্ঞান কেন্দ্র, সুন্দরবন নদীবাঁধ জীবন জীবিকা রক্ষা কমিটি, চেতনায় বিজ্ঞান, কিংশুক নাট্যগোষ্ঠী,খোলা আকাশ, ইছামতী সংবাদ,বসিরহাট স্বেচ্ছাসেবী মঞ্চ, বসিরহাট হিতৈষী, সেন্ট জন অ্যাম্বুলেন্স সহ অন্যান্য।

জলবায়ু নয়,ব্যবস্হা বদলাও এই দাবিকে সামনে রেখে স্হায়ী নদীবাঁধ, ম্যানগ্রোভ রোপণ, নদীর নাব্যতা বৃদ্ধির জোরালো দাবি উঠলো পরিবেশ বন্ধুদের পক্ষ থেকে।সেই সাথে যাদের জমি ও ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে তাদের অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি উঠলো বসিরহাট বোটঘাটে ইছামতী সেতু সংলগ্ন স্হানের পথসভা থেকে।সভায় বক্তারা রাখেন জনবিজ্ঞান আন্দোলনের অন্যতম নেতৃত্ব প্রাক্তন অধ্যক্ষ ড.নারায়ণ দাস,অধ্যাপক হিরণকান্তি মুখার্জি,পার্থ মুখার্জি, প্রদীপ্ত সরকার, শুভঙ্কর সাহা,বকুল রায়,পার্থ রায়,অঞ্জন মিত্র সহ অন্যান্য।

কালক্ষেপ না করে পরিবেশের সুরক্ষা ও পুনরুজ্জীবনের কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।সেই সাথে অভিযোগ তুলে বলেন, বসিরহাট মহকুমার শহর ও গ্রামাঞ্চলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যথেচ্ছ পুকুর ভরাট করে সেখানে ইমারত গড়ে তুলছে।

সরকারি, বেসরকারি গাছপালা কেটে নিকেশ করে দেওয়া হচ্ছে। নদী থেকে যথেচ্ছ বালি উত্তোলন করা সহ বেআইনি ইটভাটা গড়ে উঠছে। যা কিনা মারাত্মক বিপদ ডেকে আনতে চলেছে।প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রকাশ্যে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে অবলীলাক্রমে।আক্ষেপ করে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন নিয়ে সরকারের উন্মাদনা লক্ষ্যনীয়।কিন্তু পরিবেশকে রক্ষা করার কোন উদ্যোগ নিতে দেখা যায় না।সভার কাজ চলতে থাকে।

তারই মাঝে মাস্কহীন পথচারীদের মধ্যে চলে মাস্ক বিতরণ।এরপর সংগঠনগুলির একদল প্রতিনিধি যান বসিরহাট -১নং ব্লকের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের আখারপুর গ্রামে।গত ইয়াস ঘূর্ণিঝড়ের দাপটে এই আখারপুরে ইছামতী নদীবাঁধ ধসে গ্রামকে গ্রাম চলে যায় নোনা জলের তলায়।খেতের ফসল,পুকুরের মাছ ভেসে যায় ইয়াসের জলোচ্ছ্বাসে।

এই গ্রামেই এদিন ইছামতীর পাড়ে ম্যানগ্রোভ চারা বসানো হয়।হাত লাগান প্রাক্তন অধ্যক্ষ ড.নারায়ণ দাস,অধ্যাপক হিরণকান্তি মুখার্জি,পার্থ মুখার্জি, প্রদীপ্ত সরকার, শুভঙ্কর সাহা,অরিত্র বিশ্বাস, অজয় বাইন সহ অন্যান্য।
 

ছবির ক্যাপশন:বিশ্ব জলবায়ু ধর্মঘট পালনের সাথে সাথে ইছামতী নদীর পাড়ে ম্যানগ্রোভ চারা রোপণে জনবিজ্ঞান আন্দোলনের নেতৃবৃন্দ।

Your Opinion

We hate spam as much as you do