Tranding

11:22 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / অতিবৃষ্টির চাপে দেগঙ্গায় কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ল, আহত মহিলা

অতিবৃষ্টির চাপে দেগঙ্গায় কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ল, আহত মহিলা

সুবল দত্ত তাঁর স্ত্রী অঞ্জনা দত্ত সঙ্গে ৩০ বছরের ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।অতি বৃষ্টিপাতের ফলে হঠাৎ মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘর থেকে দৌড়ে পালানোর সময় তার স্ত্রী অঞ্জন দত্ত আহত হন

অতিবৃষ্টির চাপে দেগঙ্গায় কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ল, আহত মহিলা

হুড়মুড়িয়ে ভেঙে পড়া আহত অঞ্জনা দত্তের বাড়ি।

অতিবৃষ্টির চাপে দেগঙ্গায় কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ল, আহত মহিলা


নিম্নচাপের ঘূর্ণবাতের জেরে অতি ভারী বৃষ্টিপাতের ফলে এবারে দেগঙ্গাতে ভেঙে পড়ল কাঁচা মাটির বাড়ি।ঘটনায় আহত হয়েছেন একজন।ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ। এই ঘটনায় হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন ৬০ বছরের বৃদ্ধ সুবল দত্ত। স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সুবল দত্ত তাঁর স্ত্রী অঞ্জনা দত্ত সঙ্গে ৩০ বছরের ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।অতি বৃষ্টিপাতের ফলে হঠাৎ  মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘর থেকে দৌড়ে পালানোর সময় তার স্ত্রী অঞ্জন দত্ত আহত হন ছেলে বাড়িতে ছিল না ফলে বড়োসড়ো দুর্ঘটনা হাতে থেকে ওই পরিবার রেহায় পেয়েছেন। এই পরিস্থিতিতে কীভাবে বৃদ্ধ সুবল দত্তের আশ্রয়স্থল কি হবে সেই হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার পুলিশ আধিকারিক। দেগঙ্গা থানার আইসি দেগঙ্গা বিডিও সুব্রত মল্লিকের খবর দিয়েছেন ওই পরিবার থেকে সহযোগিতা করার জন্য।  কিভাবে বাড়িটি ভেঙে পড়ল স্থানীয়দের প্রাথমিক অনুমান অতিবৃষ্টি বাজেরে মাটির দেওয়ালে জল গিয়ে আচমকা ভেঙ্গে পড়েছে।  তবে বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।  বলে এলাকাবাসী সূত্রে জানা যায় আর এই ঘটনার ফলে এলাকার যারা মাটির বাড়ি রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এই ভাবে বৃষ্টিপাত চলতে থাকলে হয়তো পার্শ্ববর্তী মাটির বাড়ি গুলো ভেঙে পড়তে পারে ঘটনার পর থেকে এলাকায় প্রশাসনিক নজরদারি  চলছে।

Your Opinion

We hate spam as much as you do