বাংলার প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লী বসিরহাট মহকুমার মাটিয়াতে অবস্হিত।এখানে ১,৫০০ যৌনকর্মী বাস করেন।তারা আজ গভীর অর্থনৈতিক সংকটে।
বসিরহাটের দরিদ্র যৌনকর্মীদের টিকাকরণ হল
বসিরহাটের যৌনকর্মীদের আবেদনে সাড়া দিল বসিরহাট জেলা বিভাগ। ২১০ জন যৌনকর্মীকে কোভিশিল্ডের টিকা দেওয়া হয় বৃহস্পতিবার। বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শ্যামল বিশ্বাস,চিকিৎসক সুভাষ বিশ্বাস সহ স্বাস্থ্যকর্মীরা এদিন টিকা দেওয়ার কাজ শুরু করেন। আগামী দিনে ধাপে ধাপে এই প্রক্রিয়া শেষ করা হবে বলে জানান তারা। যৌন কর্মীরা জানান, আমাদের শরীর সুস্থ স্বাভাবিক রাখার জন্য এই টিকাকরণ। স্বাস্থ্য দফতরকে ধন্যবাদ দেন তারা। বিগত দিনগুলোতে আমাদের জ্বর, শরীর খারাপে অনেককেই ভুগতে হয়েছে।
বসিরহাট স্বাস্থ্য জেলা আধিকারিক চিকিৎসক শ্যামল বিশ্বাস জানান, মহিলা দুর্বার সংগঠনের তরফ থেকে আমাদের কাছে একটি আবেদন গিয়েছিল ।সেই আবেদনে সাড়া দিয়ে আমরা টিকাকরণ শুরু করলাম আগামী দিনেও অন্যান্য সবাইকে দেওয়া হবে। ইতিমধ্যে লকডাউনের জেরে কর্মজীবন থেকে অনেককেই অন্য পেশায় চলে যেতে হয়েছে। পাশাপাশি পেশাগতভাবে তারা অর্থনৈতিক সংকটে পড়েছে। যার ফলে একদিকে তাদের জীবন-জীবিকা অন্যদিকে বাঁচার লড়াই সবমিলিয়ে ঘোর সংকটে যৌনকর্মীরা।
প্রসঙ্গত, বাংলার প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লী বসিরহাট মহকুমার মাটিয়াতে অবস্হিত।এখানে ১,৫০০ যৌনকর্মী বাস করেন।তারা আজ গভীর অর্থনৈতিক সংকটে।করোনার দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন জীবন কাটাচ্ছেন বহু যৌন কর্মী। তারা তাদের কর্ম প্রায় হারাতে বসেছেন। ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে তাদেরকে ত্রাণ দিলেও তাতে সংসার চালানো দায় হয়ে পড়েছে।
We hate spam as much as you do