শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুর রাজা বিস্কুট কারখানায়, উত্তেজনা এলাকায়, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ"""
সোদপুর রাজা বিস্কুট কারখানায় শ্রমিক মৃত্যু এরং উত্তেজনা
""শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুর রাজা বিস্কুট কারখানায়, উত্তেজনা এলাকায়, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ"""
কর্মরত অবস্থায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুর রাজা বিস্কুট কারখানায়, গতকাল নাইট ডিউটিতে বাড়ি থেকে বের হন সোদপুর পানশিলা বাসিন্দা বছর 56 পার্থ ভট্টাচার্য রাত তিনটার সময় খবর আসে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পার্থ বাবু।
কারখানার শ্রমিকরা তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনের অভিযোগ পার্থবাবুর কোন রোগ বা শরীর খারাপ ছিল না। মৃত্যুর পিছনে অস্বাভাবিকতার কারণ দেখছেন পার্থবাবু স্ত্রী ও তার ছেলে। যদিও কারখানার তৃণমূল পরিচালিত ইউনিয়ন তরফ থেকে দাবি করা হয়েছে তিনি হৃদরোগে মারা গিয়েছেন এর পেছনে কোনো অস্বাভাবিকতা নেই। ঘটনাকে কেন্দ্র করে রাজা বিস্কুট কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে খড়দা থানা পুলিশ
We hate spam as much as you do