Tranding

11:24 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / কাঁচড়াপাড়ার স্মরণ সভায় মহঃ সেলিম তৃণমূল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কথা

কাঁচড়াপাড়ার স্মরণ সভায় মহঃ সেলিম তৃণমূল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কথা

তৃণমূল একটা টেম্পোরারি পার্টি। বিজেপিতে যাওয়ার রাস্তা। সেলিম ভাটপাড়া, জগদ্দল এলাকার বোমা বিস্ফোরনের কথা উল্লেখ করে বলেন মানুষ নিরাপদ নন।

কাঁচড়াপাড়ার স্মরণ সভায় মহঃ সেলিম তৃণমূল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কথা

কাঁচড়াপাড়ার স্মরণ সভায় মহঃ সেলিম তৃণমূল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কথা

 13dec 2022

গত ১১ই ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ায় প্রয়াত  অমূল্য উকিল -জগদীশ চন্দ্র দাশ- সুবোধ দাশ- বাবলু রক্ষিত - বৃন্দাবন দাস-সুশীল ঘোষ চৌধুরী স্মরণে কেন্দ্রীয়  স্মরণ সভায় মহঃ সেলিমের বক্তব্যে তৃণমূল আর বিজেপি কার্যত একই দল তা উল্লেখ করেন। তৃণমূল দলের লোকেরা মুলত নেতারা অর্জুন সিং, মুকুল রায় তার উদাহরণ। তৃণমূল একটা টেম্পোরারি পার্টি। বিজেপিতে যাওয়ার রাস্তা। সেলিম ভাটপাড়া, জগদ্দল এলাকার বোমা বিস্ফোরনের কথা উল্লেখ করে বলেন মানুষ নিরাপদ নন। 
হালিশহর পুরসভার চেয়ারম্যান দূর্নীতির দায়ে জেলে যাওয়ার কথা উল্লেখ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম এর উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মৃনাল চক্রবর্তী ও নদীয়ার সম্পাদক সুমিত দে, গার্গী চ‍্যাটার্জী দেবাশিষ রক্ষিত সহ অন‍্যান‍্য নেতৃত্ব। 

Your Opinion

We hate spam as much as you do