Tranding

12:16 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আনিস হত‍্যার ইনসাফের দাবীতে উত্তর ২৪ পরগনা DYFI -SFI এর বিরাট মিছিলে যুব প্লাবন

আনিস হত‍্যার ইনসাফের দাবীতে উত্তর ২৪ পরগনা DYFI -SFI এর বিরাট মিছিলে যুব প্লাবন

আগামী ২০ শে সেপ্টেম্বর ইনসাফ সভা কলকাতা চলো।

আনিস হত‍্যার ইনসাফের দাবীতে উত্তর ২৪ পরগনা DYFI -SFI এর বিরাট মিছিলে যুব প্লাবন

আনিস হত‍্যার ইনসাফের দাবীতে উত্তর ২৪ পরগনা DYFI -SFI এর বিরাট মিছিলে যুব প্লাবন


আগামী ২০ শে সেপ্টেম্বর ইনসাফ সভা
কলকাতা চলো।
 SFI-DYFI উত্তর ২৪ পরগণা জেলা কমিটির আহ্বানে মহামিছিল। মধ্যমগ্রাম চৌমাথা থেকে শুরু হয়ে বারাসাত কলোনি মোড় হয়ে চাঁপাডালি মোড়ে মিছিল শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন DYFI রাজ্য সম্পাদক  মিনাক্ষী মুখার্জি, যুবশক্তি পত্রিকার সম্পাদক  কলতান দাসগুপ্ত, উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক  সপ্তর্ষি দেব,SFI জেলা সম্পাদক  আকাশ কর, জেলা সভাপতি ও ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক ডাঃ দীপ্তজিৎ দাস,ছাত্র- যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব  তন্ময় ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন DYFI কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সফিকুল সরদার।

Your Opinion

We hate spam as much as you do