Tranding

12:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ১১তারিখ বারাসাত জেলা পরিষদ অভিযানে গ্রেপ্তারদের মুক্তির দাবীতে মিছিল ১৮ এপ্রিল ২০২৩

১১তারিখ বারাসাত জেলা পরিষদ অভিযানে গ্রেপ্তারদের মুক্তির দাবীতে মিছিল ১৮ এপ্রিল ২০২৩

গত মঙ্গলবার ১১ই এপ্রিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তর ২৪ পরগনার ছাত্র-যুব-মহিলাদের মিছিল পৌঁছে গিয়েছিল বারাসতে জেলা পরিষদ ভবনের গেটের সামনে। পুলিশের বিরুদ্ধে বেপরোয়া লাঠি চালানোর অভিযোগ। আন্দোলনকারীরা লুটেরা-মুক্ত পঞ্চায়েত গড়ার স্লোগান যেমন ছিল, তেমনই ছিল ফসলের ন্যায্য মূল্যের দাবি, খেতমজুরের কাজ-মজুরির দাবি, সকলের কাজের দাবি, নারীদের সুরক্ষার দাবি। এদিন ১০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল । অভিযোগ পুলিশের হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

১১তারিখ বারাসাত জেলা পরিষদ  অভিযানে গ্রেপ্তারদের মুক্তির দাবীতে মিছিল  ১৮ এপ্রিল ২০২৩

১১তারিখ বারাসাত জেলা পরিষদ  অভিযানে গ্রেপ্তারদের মুক্তির দাবীতে মিছিল

১৮ এপ্রিল ২০২৩

গত ১১ই এপ্রিল বারাসাতের জেলা পরিষদ ভবনে ছাত্র যুব মহিলাদের বিক্ষোভে  গ্রেপ্তার করা হয় ১০ জন ছাত্র যুবদের। তারা এখনো জেলে। তাদের নিঃশর্ত মুক্তির দাবীতে আজ বারাসাতের হেলা বটতলা মোড় থেকে  বারাসাত থানা পর্যন্ত মিছিল হয়। 

গত মঙ্গলবার ১১ই এপ্রিল  উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের  পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তর ২৪ পরগনার ছাত্র-যুব-মহিলাদের মিছিল পৌঁছে গিয়েছিল বারাসতে জেলা পরিষদ ভবনের গেটের সামনে। পুলিশের বিরুদ্ধে  বেপরোয়া লাঠি চালানোর অভিযোগ।  আন্দোলনকারীরা  লুটেরা-মুক্ত পঞ্চায়েত গড়ার স্লোগান যেমন ছিল, তেমনই ছিল ফসলের ন্যায্য মূল্যের দাবি, খেতমজুরের কাজ-মজুরির দাবি, সকলের কাজের দাবি, নারীদের সুরক্ষার দাবি। এদিন ১০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল । অভিযোগ পুলিশের হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
লুটেরামুক্ত পঞ্চায়েত গড়তে এদিন উত্তর ২৪ পরগনা জেলার ছাত্র-যুব-মহিলারা জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছিলেন। এসএফআই, ডিওয়াইএফআই এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি ছিল মিছিলের আয়োজক। তীব্র রোদ মাথায় নিয়েই বেলা দু’টো নাগাদ বারাসত হেলাবটতলা থেকে জেলা পরিষদের উদ্দেশে শুরু হয় শান্তিপূর্ণ মিছিল।  শান্তিপূর্ণ মিছিলে বাধা পেয়ে ছাত্র-যুব-মহিলাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে শুরু করে পুলিশ। তবুও পিছু হটেননি আন্দোলনকারীরা। বরং  পিছু হটে পুলিশই।  মিছিল ততক্ষণে পৌঁছে গিয়েছে জেলা পরিষদের গেটে। ভিড়ের চাপে  জেলা পরিষদের গেটের ওপর চাপ পড়ে। তখনই ওই ধুন্ধুমার মুহুর্তেই আন্দোলনকারীদের কয়েকজন জেলা পরিষদের দেওয়ালে লিখে দেন ‘চোর তৃণমূল।’ এদিন  ছাত্র যুব নেতৃবৃন্দ জেলা পরিষদে ঢুকেও ডেপুটেশন দেননি। স্মারকলিপিটি সভায় পড়া হয়েছিল
পরে গ্রেপ্তার করা হয় ১০ জন ছাত্র যুব কর্মীকে। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলে জানা যায়। আগামীকাল ১৯ তারিখ পুনরায় তাদের কোর্টে তোলা হবে। 
এদের নিঃশর্ত মুক্তির দাবীতে আজ মিছিলের পর বারাসাত থানার সামনে একটি ছোট সভায় বক্তব্য রাখেন মৃণাল চক্রবর্তী ও পলাশ দাশ। দেবব্রত বসু সভাপতিত্ব করেন।

 

Your Opinion

We hate spam as much as you do