Tranding

02:57 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দেগঙ্গায় সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দিল তৃণমূল ! অভিযোগ স্থানীয় পার্টির

দেগঙ্গায় সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দিল তৃণমূল ! অভিযোগ স্থানীয় পার্টির

গত পঞ্চায়েত ভোটে এখানকার ২৩৩ নম্বর বুথে সিপিএম জিতেছে। সেই হার এখনও শাসকদল হজম করতে পারেনি। তাই যখন যেভাবে পারছে, সিপিআইএমের লোকজনের উপর অত্যাচার করছে। এখন পার্টি অফিসেও নজর পড়েছে।

দেগঙ্গায় সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দিল তৃণমূল ! অভিযোগ স্থানীয় পার্টির

দেগঙ্গায় সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দিল তৃণমূল ! অভিযোগ স্থানীয় পার্টির

Jan 14, 2024 


 সিপিআইএমের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হল দেগঙ্গায়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। দেগঙ্গার চাকলা গ্রামপঞ্চায়েতের খাঁরাটি সুবর্ণপুর এলাকায় সিপিএমের একটি দলীয় কার্যালয় রয়েছে। রবিবার সকালে তাতেই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ, রাতের অন্ধকারে এই পার্টি অফিসে আগুন লাগানো হয়। সকালে এলাকার লোকজন দেখেন পুড়ে গিয়েছে সেটি। যা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দেগঙ্গা-২ এরিয়া কমিটির সিপিএম সদস্য আব্দুল গফফর পুরকাইত জানান, গত পঞ্চায়েত ভোটে এখানকার ২৩৩ নম্বর বুথে সিপিএম জিতেছে। সেই হার এখনও শাসকদল হজম করতে পারেনি। তাই যখন যেভাবে পারছে, সিপিআইএমের লোকজনের উপর অত্যাচার করছে। এখন পার্টি অফিসেও নজর পড়েছে।

 
সিপিআইএমের অভিযোগ, এই পার্টি অফিসে প্রচুর কাগজপত্র রাখা ছিল। সেসব পুড়ে ছাই। পুলিশ এর বিহিত না করলে বড়সড় আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। 

Your Opinion

We hate spam as much as you do