Tranding

11:14 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / পুজোর মুখে ফের বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল, কর্মহীন সাড়ে চার হাজার শ্রমিক

পুজোর মুখে ফের বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল, কর্মহীন সাড়ে চার হাজার শ্রমিক

এদিকে পুজোর মুখে ফের রিলায়েন্স জুটমিল বন্ধ হওয়া যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। জুটমিলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের জেরে ব্য়াহত হয় যান চলাচল। শেষপর্যন্ত পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্রেফ রিলায়েন্স জুটমিলই নয়, গত বছরের মাঝামাঝি সময় থেকে তালা ঝুলছে হুগলি শিল্পাঞ্চলের একের এক জুটমিলে। চলতি বছরের প্রথমদিনেই বন্ধ হয়ে গিয়েছিল হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। ঝাঁপ পড়েছে চাঁপদানির নর্থব্রুক জুটমিলে। বাদ যায়নি রিষড়ার ওয়েলিংটন জুটমিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল এবং ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলও।  কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিকরা।

পুজোর মুখে ফের বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল, কর্মহীন সাড়ে চার হাজার শ্রমিক

পুজোর মুখে ফের বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল, কর্মহীন সাড়ে চার হাজার শ্রমিক

Tue, 28 Sep 2022

 
 ২ মাসের ব‍্যাবধানে ফের বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। পুজোর মুখে কাজ হারালেন হাজার চারেক শ্রমিক। কেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হল? মিলের গেটের সামনে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। 


তখন মালিকানা হস্তাস্তরের প্রক্রিয়া চলছিল। এ বছরের শুরুতে প্রায় ৩ মাস উৎপাদন বন্ধ ছিল ভাটপাড়়ার রিলায়েন্স জুটমিলে। মাস দুয়েক আগে অবশ্য খুলেছিল জুটমিলটি। কাজও চলছিল পুরোদমে। এদিন সকালেও যথারীতি কাজ যোগ দিতে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু ততক্ষণে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ! কেন? নোটিসে উল্লেখ, শ্রমিক অসন্তোষের কারণেই রিলায়েন্স জুটমিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এদিকে পুজোর মুখে ফের রিলায়েন্স জুটমিল বন্ধ হওয়া যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। জুটমিলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের জেরে ব্য়াহত হয় যান চলাচল। শেষপর্যন্ত পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্রেফ রিলায়েন্স জুটমিলই নয়, গত বছরের মাঝামাঝি সময় থেকে তালা ঝুলছে হুগলি শিল্পাঞ্চলের একের এক জুটমিলে। চলতি বছরের প্রথমদিনেই বন্ধ হয়ে গিয়েছিল হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। ঝাঁপ পড়েছে চাঁপদানির নর্থব্রুক জুটমিলে। বাদ যায়নি রিষড়ার ওয়েলিংটন জুটমিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল এবং ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলও।  কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিকরা।

Your Opinion

We hate spam as much as you do