অঞ্চলের একটি পুকুর পাড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে মেহফুজ আলম ওরফে মনু। মনু রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। এই সময় দারিদ্র ছিল নিত্যসঙ্গী ।
রহড়ায় দরিদ্র শ্রমজীবীর অস্বাভাবিক মৃত্যু ! এলাকায় চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনা- রহড়া থানার অন্তর্গত আর পার্টনার বাসিন্দা বছর চল্লিশের মেহফুজ আলম গতকাল বিকেলে দাদার থেকে শুধু ২০ টাকা নিয়ে বের হয়। তারপর আর তার খোঁজ মেলেনি।
আজ সকালে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে জানতে পারে অঞ্চলের একটি পুকুর পাড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে মেহফুজ আলম ওরফে মনু। মনু রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। এই সময় দারিদ্র ছিল নিত্যসঙ্গী ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ। উদ্ধার করে মৃতদেহটি। অঞ্চলের পুকুর পাড় থেকে এলাকারই ছেলের মৃতদেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রহড়া থানার আর পাটনা অঞ্চলে মৃতদেহ উদ্ধারের পর,কি কারনে মনুর এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।
We hate spam as much as you do