Tranding

12:16 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বিভিন্ন দাবীতে উঃ ২৪ পরগনার SFI/DYFI/মহিলা দের জেলা পরিষদ অভিযানে ব‍্যাপক সাড়া, গ্রেফতার ১০

বিভিন্ন দাবীতে উঃ ২৪ পরগনার SFI/DYFI/মহিলা দের জেলা পরিষদ অভিযানে ব‍্যাপক সাড়া, গ্রেফতার ১০

পুলিশের বাধা ভেঙে ছাত্র যুবরা জেলা পরিষদ ভবনের গেট খুলে ঢুকে পড়েন কাতারে কাতারে। অভিযোগ, ভাঙা হয়েছে জেলা পরিষদের গেট। জানা গেছে ১০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিভিন্ন দাবীতে উঃ ২৪ পরগনার SFI/DYFI/মহিলা দের  জেলা পরিষদ অভিযানে ব‍্যাপক সাড়া, গ্রেফতার ১০

বিভিন্ন দাবীতে উঃ ২৪ পরগনার SFI/DYFI/মহিলা  জেলা পরিষদ অভিযানে ব‍্যাপক সাড়া, গ্রেফতার ১০

11এপ্রিল 2023

যোগ্য প্রার্থীদের কাজ, দুর্নীতিগ্রস্তদের শাস্তি, নারী নির্যাতন এবং শিশু পাচার বন্ধের দাবিতে মঙ্গলবার জেলা পরিষদ অভিযান চালায় বাম ছাত্র এবং মহিলা সংগঠনগুলি।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানে নামে এসএফআই, ডিওয়াইএফআই এবং অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিং ওমেন অ্যাসোসিয়েশন (মহিলা সমিতি)

একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানের ঘোষনা ছিল SFI- DYFI এবং AIDWA (মহিলা সমিতি) এর  । সেই অভিযান ঘিরে বারাসাত ঘিরে ব‍্যপক জনসমাবেশ । পুলিশের বাধা ভেঙে ছাত্র যুবরা জেলা পরিষদ ভবনের গেট খুলে ঢুকে পড়েন কাতারে কাতারে।  অভিযোগ, ভাঙা হয়েছে জেলা পরিষদের গেট। জানা গেছে ১০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

যোগ্য প্রার্থীদের কাজ, দুর্নীতিগ্রস্তদের শাস্তি, নারী নির্যাতন এবং শিশু পাচার বন্ধের দাবিতে মঙ্গলবার জেলা পরিষদ অভিযান চালায় বাম ছাত্র এবং মহিলা সংগঠনগুলি। বারাসত হেলা বটতলা থেকে শুরু হয় মিছিল। সেই মিছিল যশোর রোড হয়ে বারাসত জেলা পরিষদে ঢোকার মুখে বাধা দেয় পুলিশ। অভিযোগ, পুলিশের তৈরি ব্যারিকেড অভিযানকারীর ভেঙে দেন।

অভিযোগ, এর পর জেলা পরিষদের প্রধান গেট ঠেলে  আন্দোলনকারীরা ভিতরে মধ্যে ঢুকে যান। ভিতরে ঢুকে দেওয়ালে লেখেন, ‘‘তৃণমূলের সবাই চোর’’। পরে তা জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। জেলা পরিষদের প্রাঙ্গন থেকে বহু সময় আন্দোলনকারীদের বার করতে পারেনি পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ বসিরহাট থেকে বারাকপুর দমদমের শিল্পাঞ্চলের যুবক যুবতী মহিলারা বিক্ষোভে যোগ দেন। পঞ্চায়েত নির্বাচনের ঘোষনা না হলেও এলাকায় গ্রামাঞ্চলে তার প্রস্তুতি চলছে। তার ঠিক কিছুদিন আগে বাম ছাত্র যুবদের  এই আন্দোলন এক গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে।

Your Opinion

We hate spam as much as you do