Tranding

06:11 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / পঞ্চায়েত প্রধানের সই জাল করে কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ লক্ষ টাকা তছরূপ দেগঙ্গাতে।

পঞ্চায়েত প্রধানের সই জাল করে কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ লক্ষ টাকা তছরূপ দেগঙ্গাতে।

জাল ডেটথ সার্টিফিকেট বানিয়ে ৬০ বছর বয়স লিখে তাঁর ছেলেরা দু লক্ষ টাকা হাতিয়েছে। পাশাপাশি নুর নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মাহেবুর গোলদার গত ১৫ বছর আগে মারা গেছেন।

পঞ্চায়েত প্রধানের সই জাল করে কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ লক্ষ টাকা তছরূপ দেগঙ্গাতে।

পঞ্চায়েত প্রধানের সই জাল করে কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ লক্ষ টাকা তছরূপ দেগঙ্গাতে।

দেগঙ্গাঃএবারের জাল নথিপত্র বানিয়ে দেগঙ্গায় কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে।  আর এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের সই জাল করে মৃত ব্যক্তির জাল ডেট সার্টিফিকেট বার করে দু লক্ষ টাকা করে কৃষক বন্ধু প্রকল্পের হাতিয়ে নেয়ার অভিযোগ উঠল দেগঙ্গা নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বিজেপির অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান চক্রান্ত করে জাল নথিপত্র  তৈরি করে মানুষের থেকে কাটমানি নিচ্ছে আর অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। 

গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায় নুরনগর গ্রাম পঞ্চায়েতের বসনাবেনা পুরের বাসিন্দা ইব্রাহিম মন্ডল এক বছর আগে মারা যান মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর কিন্তু জাল ডেটথ সার্টিফিকেট বানিয়ে ৬০ বছর বয়স লিখে তাঁর ছেলেরা দু লক্ষ টাকা হাতিয়েছে। পাশাপাশি নুর নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মাহেবুর গোলদার গত ১৫ বছর আগে মারা গেছেন।  নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর সই জাল করে ডেট সার্টিফিকেট বার করে দু লক্ষ টাকা হাতিয়েছে তাঁর পরিবার । আর এই ঘটনার সঙ্গে বড় একটা চক্র রয়েছে বলে মনে করছে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ২০১৯ সালে যে সমস্ত কৃষকরা ৬০ বছরের মধ্যে মারা যাবে তারা দু লক্ষ টাকা করে কৃষক বন্ধুর ভাতা পাবেন। আর এই প্রকল্পে জাল নথিপত্র বানিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৬ জন মানুষের বিরুদ্ধে। এ বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধান দেগঙ্গার বিডিও ও  দেগঙ্গা সহ কৃষি অধিকরণ দপ্তরে অভিযোগ দায়ের করেছে । সহ কৃষি অধিকর্তার ডাঃ গৌতম সামুই  জানিয়েছেন এ বিষয় নিয়ে অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নুর নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঊমা দাস জানিয়েছেন এই ঘটনার সঙ্গে বিজেপি নেতা অরুণ কান্তি ঘোষ জড়িয়েছেন তিনি এই জলচক্রের মাস্টারমাইন্ড।  আর এই ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গাতে।

Your Opinion

We hate spam as much as you do