Tranding

01:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আজ ২৬ শে জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। একদিকে পাকাপোক্ত নদীবাঁধ ,ম্যানগ্রোভের দাবীর মধ্যেই সুন্দরবনে শুরু হলো ম্যানগ্রোভ বসানোর কাজ

আজ ২৬ শে জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। একদিকে পাকাপোক্ত নদীবাঁধ ,ম্যানগ্রোভের দাবীর মধ্যেই সুন্দরবনে শুরু হলো ম্যানগ্রোভ বসানোর কাজ

ত্রাণ নয়,পরিত্রাণ চাই।পাকাপোক্ত নদীবাঁধ চাই।বাদাবন বাঁচান,ম্যানগ্রোভ লাগান।সুন্দরবনকে রক্ষা করুন।এই স্লোগানকে সামনে রেখে সোমবার আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালিত হয় সন্দেশখালি ও হাসনাবাদে।

আজ ২৬ শে জুলাই  আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। একদিকে পাকাপোক্ত নদীবাঁধ ,ম্যানগ্রোভের দাবীর মধ্যেই সুন্দরবনে শুরু হলো ম্যানগ্রোভ বসানোর কাজ

আজ ২৬ শে জুলাই  আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। একদিকে পাকাপোক্ত নদীবাঁধ ,ম্যানগ্রোভের দাবীর মধ্যেই সুন্দরবনে শুরু হলো ম্যানগ্রোভ বসানোর কাজ
newscopes.in     26th july
একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ক্ষতি হচ্ছে সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া এলাকা গুলি। যার ফলে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছে প্রশাসনের কর্তারা। তাই ম্যানগ্রোভ দিবস উপলক্ষে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন জায়গায় শুরু হলো ম্যানগ্রোভ বসানোর কাজ।

আর এই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে অত্যান্ত সুন্দরবন অঞ্চলের বিভিন্ন জায়গায় শুরু হলো ম্যানগ্রোভ বসানোর কাজ। সোমবার হিঙ্গলগঞ্জ ব্লক অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এই ম্যানগ্রোভ দিবসের শুভ সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা। তারপরই সন্দেশখালি ১ নম্বর ব্লক, ২ নম্বর ব্লক, মিনাখাঁ, হাসনাবাদের বিভিন্ন জায়গায় নদীর পাড়ে শুরু হয় ম্যানগ্রোভ বসানোর কাজ। এদিন এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে ম্যানগ্রোভ দিবস পালন হয়। ম্যানগ্রোভ দিবস পালনের পাশাপাশি মিনাখাঁর বিদ্যাধরী নদী চড়ে, সন্দেশখালির রায়মঙ্গল নদীর চড়ে, হাসনাবাদের ইছামতি নদীর চড়ের বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ বসানো হয়। এই দিন এই সমস্ত ব্লকের বিভিন্ন জায়গায় প্রায় এক হাজার তিনশো ম্যানগ্রোভ বসানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে মিনাখাঁ ব্লকের চারটি পঞ্চায়েতে আটশট্টি হাজার, সন্দেশখালি ১ নম্বর ব্লকে এক লক্ষ্য ও ২ নম্বর ব্লকের এক লক্ষ কুড়ি হাজার ম্যানগ্রোভ বসানো হবে বলে জানা গেছে। আর এই সমস্ত ম্যানগ্রোভ বসানোর পর গাছগুলোকে লালন পালন করার জন্য আগামী এক বছর পর্যন্ত নিযুক্ত থাকবে একশো দিনের শ্রমিকরা। মিনাখাঁ সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে দুই হাজার শ্রমিক নিযুক্ত করা হবে বলে জানা গেছে। এই সমস্ত ম্যানগ্রোভ গুলোকে সঠিকভাবে পরিচর্যা করে যদি বড় করা যায় একদিকে যেমন নদীর ভাঙ্গন রক্ষা হবে অপরদিকে এই সমস্ত এলাকার শ্রমিকরা পারিশ্রমিক পেয়ে স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে পারবে বলে আশাবাদী প্রশাসনের কর্তারা। শুধু তাই নয় এই সমস্ত ম্যানগ্রোভ গুলো যদি বড় হয় তাহলে আগামী দিনে পরিবেশের ভারসাম্য রক্ষা হওয়ার পাশাপাশি এলাকার মানুষদের কর্মসংস্থানের কিছুটা হলেও জায়গা খুলে যাবে। যেমন মধু সংগ্রহ, ম্যানগ্রোভ অরণ্যের বিভিন্ন ফল থেকে ঔষধ তৈরি, ইত্যাদি ভাবে কর্মসংস্থান হবে বলে জানান প্রশাসনিক কর্তারা। এই নিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন ,'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ম্যানগ্রোভ দিবস উপলক্ষে আজ সুন্দরবন অঞ্চলের বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ বসানো হয়েছে, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে উত্তর ২৪ পরগনা সুন্দরবন অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রায় সাড়ে তিন লক্ষ ম্যানগ্রোভ বসানোর লক্ষ্য নেওয়া হয়েছে, ম্যানগ্রোভ এর চারা গুলো কে সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলার জন্য একশো দিনের শ্রমিকদের নিযুক্ত করা হবে, এই ম্যানগ্রোভ গাছগুলো যদি বড় করা যায় তাহলে সুন্দরবনকে আমরা সহজেই রক্ষা করতে পারব, তাই এলাকার মানুষদের কাছে আমি বিশেষ অনুরোধ করব আপনারাও এই সমস্ত ম্যানগ্রোভ গুলোকে ভালোভাবে পরিচর্যা করবেন।

দাবী নিয়ে জেলা জুড়ে কনভেনসন সভা।

ত্রাণ নয়,পরিত্রাণ চাই।পাকাপোক্ত নদীবাঁধ চাই।বাদাবন বাঁচান,ম্যানগ্রোভ লাগান।সুন্দরবনকে রক্ষা করুন।এই স্লোগানকে সামনে রেখে সোমবার আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালিত হয় সন্দেশখালি ও হাসনাবাদে।
সন্দেশখালির কালিনগরে অনুষ্ঠিত  কনভেনশন বক্তব্য রাখেন সি পিএমের রাজ্য নেতা পলাশ দাস, নিরাপদ সর্দার, রঞ্জিত নাথ, সফিউল হাসান মন্ডল ও বিজয় কর্মী মুজিবর গাজী।
পরিশেষে বেতনী নদীর ধারে গেঁওয়া, বান ও কেওড়া গাছের চারা রোপণ করা হয়।
অন্যদিকে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ বামফ্রন্টের উদ্যোগে হাসনাবাদে সুভাষ মঞ্চে ম্যানগ্রোভ দিবস পালিত হয়।৭দফা দাবি উথ্থাপিত হয়।প্রস্তাব উথ্থাপন করেন সি পি আই(এম)'র পক্ষে অঞ্জনাভ পাল।কনভেনশন উদ্বোধন করে দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন সি পি আই এমের জেলা  সম্পাদক মৃণাল চক্রবর্তী, শক্তি মুখার্জি, সুবিদ আলি গাজি, শামীম রাইহান গাজি,সি পি আই'র পক্ষে আনন্দময় মণ্ডল সহ অন্যান্য।

উথ্থাপিত দাবিগুলি হলো,পাকাপোক্ত নদীবাঁধ চাই।সুন্দরবনের সব বাড়ির পাকা ছাদ চাই।সামাজিক তত্ত্বাবধানে ম্যানগ্রোভ রোপণ করতে হবে।জীবনজীবিকায় সকলকে সরকারি সহযোগিতা করতে হবে।নদীবাঁধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন দিতে হবে।সুন্দরবন থেকে উপার্জিত অর্থ সুন্দরবনের মানুষের স্বার্থে ব্যয় করতে হবে।সুন্দরবন নিয়ে মাস্টার প্লান করতে হবে।শেষ পর্বে ইছামতী নদীর পাড়ে ম্যানগ্রোভের চারা রোপণ করে বামফ্রন্টের কর্মীরা।

এদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ টাকিও পালন করে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস।তারাও এদিন হাসনাবাদ নজরুল সৈকত লাগোয়া ইছামতী নদীর পাড়ে ৫০টির মতো বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা রোপন করে।আগামীদিনে ইছামতি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে  আরও ৫০০টি ম্যানগ্রোভ চারা রোপণের কর্মসূচি গ্রহণ করে বিজ্ঞান কর্মীরা।উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলনের নেতা পার্থ মুখার্জি, প্রদীপ্ত সরকার সহ অন্যান্য।

Your Opinion

We hate spam as much as you do