পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর। তা নিয়ে গত দু’দিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। শ্বেতা চক্রবর্তী উঠে এসেছেন খবরের শিরোনামে। শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের ঘনিষ্ঠ হিসেবে শ্বেতার নাম প্রকাশ্যে আসার পর ইডি (ED) তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।
কামারহাটিতে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বামেদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
২৫শে মার্চ ২০২৩
কামারহাটি পৌরসভায় আজ বামেদের বিক্ষোভে প্রচুর মানুষ যুক্ত হলেন। এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রাক্তন বিধায়ক মানস মুখার্জী সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র ঝন্টু মজুমদার নেতৃত্ব দেন।
ইতিমধ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর। তা নিয়ে গত দু’দিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। শ্বেতা চক্রবর্তী উঠে এসেছেন খবরের শিরোনামে। শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের ঘনিষ্ঠ হিসেবে শ্বেতার নাম প্রকাশ্যে আসার পর ইডি (ED) তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। তবে এত বিতর্কে জড়িয়েও শ্বেতা নিজেকে আড়ালে রাখেননি। সব বিতর্ক উড়িয়েই তিনি বৃহস্পতিবার যোগ দিলেন কাজে। কামারহাটি পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কাজ করেন শ্বেতা। দিন তিনেক ছুটি কাটানোর পর তিনি ফের অফিসে এলেন, নিজের বিভাগে বসে কাজও করলেন।
নৈহাটির বাসিন্দা শ্বেতা চক্রবর্তী বেশ কয়েক বছর ধরেই তিনি কামারহাটি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত। গত সপ্তাহের শনিবার অফিস থেকে ফেরার পর বেশ কয়েকদিন কাজে আসেননি। তারই মাঝে তাঁর নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। হুগলির অয়ন শীল গ্রেপ্তার হওয়ার পর তাঁর সল্টলেকের ফ্ল্যাট থেকে শ্বেতার বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। আর তারপরই অভিযুক্তের তালিকায় নতুন নাম যোগ হয়েছে শ্বেতার। এই ক’দিন শ্বেতা অফিসে না যাওয়ায় কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছিল, এহেন দুর্নীতিতে নাম জড়ানো এবং অফিসে তাঁর অনুপস্থিতির জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে।
এছাড়া অন্যান্য নিয়োগে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে বলে বাম নেতৃত্ব জানান।
এই অবস্থায় বামেদের বিক্ষোভ নতুন মাত্রা দিল বলে মনে করা হচ্ছে।
We hate spam as much as you do