শুক্রবার দুপুরে সন্দেশখালিতে ত্রাণ দিতে গিয়ে দলীয় নেতৃত্বের হাতে আক্রান্ত হলে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। শুধু তাই নয়, গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রীও লুঠ করে নেওয়ার পাশাপাশি তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজিত মন্ত্রী দলের ব্লক সভাপতি শেখ সাজাহানের বিরুদ্ধে হামলা ও লুঠপাঠ চালানোর অভিযোগ তুলেছেন
সন্দেশখালিতে সিদ্দিকুল্লা চৌধুরী আক্রান্ত অভিযোগ তৃনমুল প্রধানেরই বিরুদ্ধে
newscopes.in 16th july তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা তথা সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ শাজাহানের হাতে আক্রান্ত রাজ্যের গ্রন্হাগার মণ্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলে অভিযোগ ।শুক্রবার বাসন্তী হাইরোডের উপর দাঁড়িয়ে এমনই অভিযোগ করলেন মণ্ত্রী নিজেই।
এদিন তিনি এও অভিযোগ করেন তার উপর শাজাহান বাহিনী শারীরিকভাবে হেনস্থা করে।মণ্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধাক্কা দিয়ে তুই তোকারি করতেও ছাড়েননি শাজাহান।ঘটনার সূত্রপাত ত্রাণ বিলিকে কেন্দ্র করে।যদিও ত্রাণের সমস্ত মাল লুট করে নিয়ে যায় শেখ শাজাহান।দলের রশি আলগা হয়ে গিয়েছে।তাই তার উপর এই হামলা।
মণ্ত্রী শাজাহান শেখ এবং তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এবং পুরো বিষয়টি স্বয়ং মুখ্যমন্ত্রী ও সাংসদ ভাইপো অভিষেক ব্যানার্জি কে।
বামফ্রন্টের সময়ে বহু জায়গায় ত্রাণ নিয়ে গিয়েছি।কখনও এই ঘটনা ঘটে নি।
শুক্রবার দুপুরে সন্দেশখালিতে ত্রাণ দিতে গিয়ে দলীয় নেতৃত্বের হাতে আক্রান্ত হলে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। শুধু তাই নয়, গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রীও লুঠ করে নেওয়ার পাশাপাশি তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজিত মন্ত্রী দলের ব্লক সভাপতি শেখ সাজাহানের বিরুদ্ধে হামলা ও লুঠপাঠ চালানোর অভিযোগ তুলেছেন। তিনি বিষয়টি দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সুব্রত বক্সি ও রাজ্য পুলিসের কর্তাদের জানিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে জমিয়তে উলেমায়ে হিন্দ সংগঠন রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা মন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন।
বসিরহাটের পুলিস সুপার জোবি থমাস কে বলেন, সন্দেশখালিতে মন্ত্রী ত্রাণ সামগ্রী দিতে আসবেন শুনে প্রচুর মানুষ চলে এসেছিলে
এসেছিলেন। কিন্তু সেই পরিমান ত্রাণ সামগ্রী না থাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। শেখ সাজাহানের বিরুদ্ধে মন্ত্রীর অভিযোগের প্রসঙ্গে বলেন, অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সন্দেশখালি-১ ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সড়বেড়িয়া গ্রামে ত্রাণ সামগ্রী দিতে আসেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের ব্লক সভাপতি শেখ সাজাহানকে বিষয়টি জানানো হয়নি। অথচ, বর্তমান সময়ে সন্দেশখালির বেতাজ বাদশা হিসেবে পরিচিত শাজাহান শেখ। তাঁর পরামর্শ ও নির্দেশ ছাড়া পাতাও নড়েনা বলে অভিযোগ। এদিন দুপুরে ত্রাণ সামগ্রী নিয়ে মণ্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এলাকায় যাওয়ার পর উত্তেজনা চরমে ওঠে।
শাজাহানের অনুগামীরা গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী লুঠ করে নেয় বলে অভিযোগ। ত্রাণ সামগ্রী নিতে আসা গ্রামবাসীদের এমনকি মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। সিদ্দিকুল্লা চৌধুরী গাড়ি থেকে নামলে তাঁর দিকে তেড়ে আসেন শাজাহান ও তৃণমূল কর্মীরা। তাঁর দেহরক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। সিদ্দিকুল্লা চৌধুরীকে ধাক্কাও দেওয়া হয়। ওই সময় ঘটনাস্থলে থাকা পুলিস কর্মীরা তাঁকে কোনও মতে উদ্ধার করে নিয়ে যায়। সরবেড়িয়া থেকে বেরিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী দলের উচ্চ নেতৃত্ব ও পুলিস প্রশাসনকে ফোনে অভিযোগ জানান।
সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, হিন্দু-মুসলিম নির্বিশেষে সন্দেশখালির ৪০০মানুষের জন্য আমি ত্রাণ সামগ্রী এনেছিলাম।শাজাহান ত্রাণ সামগ্রী লুঠ করে নিয়েছে। ত্রাণ নিতে আসা গরীব মানুষকে মারধর করেছে। আমাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি খুনের হুমকি দিয়েছে। পুলিসকেও মারধর করেছে।
সন্দেশখালিতে শাজাহান জঙ্গলের রাজত্ব চালু করেছে। মস্তানদের কাছে পুলিসও অসহায়। সিপিএমের জমানাতেও এমন হামলার মুখে পড়িনি। এইসব কুলাঙ্গার ও গুণ্ডা তৃণমূলে সর্বনাশ করেছে। যারা মন্ত্রীকে মারতে পারে তারা সাধারণ মানুষের উপর কি অত্যাচার করছে! আমি সমস্ত ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকে জানিয়েছি। জামিয়েত উলেমায়ে হিন্দ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে। শেখ শাজাহান বলেন, গত দু’মাস ধরে সন্দেশখালিতে কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী বিলিতে কোথাও কোনও সমস্যা হয়নি। আজ মন্ত্রী সাহেব ক্ষতিগ্রস্ত নয় এমন এক বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য ত্রাণ সামগ্রী এনেছিলেন। দলের কেউ তা জানতো না। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। উনি এখানকার সম্প্রীতি ভাঙতে চেয়েছিলেন। উনি একজন নীচ মনের মানুষ আজকে প্রমান করে দিয়েছেন। উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন।
We hate spam as much as you do