Tranding

12:18 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / "২১৫ আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" ইটের আঘাতে মাথা ফাটলেও প্রাক্তন বিধায়ক তন্ময় নির্বাচনী পরিবেশকেই দায়ী করলেন

"২১৫ আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" ইটের আঘাতে মাথা ফাটলেও প্রাক্তন বিধায়ক তন্ময় নির্বাচনী পরিবেশকেই দায়ী করলেন

কারা বা কে তন্ময় ভট্টাচার্যের উপর হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। সিপিএম নেতার দাবি, কালো টি-শার্ট এবং মাস্ক পরা এক ব্যক্তি হামলার পরে দ্রুত সরে পড়ে।

"২১৫ আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" ইটের আঘাতে মাথা ফাটলেও প্রাক্তন বিধায়ক তন্ময়  নির্বাচনী পরিবেশকেই দায়ী করলেন

"২১৫ আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" ইটের আঘাতে মাথা ফাটলেও প্রাক্তন বিধায়ক তন্ময়  নির্বাচনী পরিবেশকেই দায়ী করলেন

 

খড়দহে বিধানসভার উপনির্বাচন (Khardaha) চলাকালীন আক্রান্ত CPM নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। খড়দহে সাংবাদিক সন্মেলন করতে আসার পথে আক্রান্ত হন তন্ময় ভট্টাচার্য  । দুষ্কৃতিরা তাঁকে লক্ষ করে পিছন থেকে ইট ছোড়ে বলে অভিযোগ। ইটের ঘায়ে গুরুতর আহত হন তিনি। দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করতে ঢোকার আগেই ঘটে এই ঘটনা।

 


তন্ময়বাবুর উপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অপর দিকে তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জি তন্ময়কে নাটক করছেন বলে কটাক্ষ করেন।

কারা বা কে তন্ময় ভট্টাচার্যের উপর হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। সিপিএম নেতার দাবি, কালো টি-শার্ট এবং মাস্ক পরা এক ব্যক্তি হামলার পরে দ্রুত সরে পড়ে। তবে সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলেই মত তন্ময় ভট্টাচার্যের।

 শুরুর দিকে শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে উপনির্বাচনের সকালে দফায়-দফায় উত্তপ্ত হল খড়দা ৷ প্রথমে কল্যাণগড় বিদ্য়াপীঠের বুথে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা নিয়ে উত্তপ্ত হল খড়দা ৷ এরপর বেলা বাড়তেই বাড়ল বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা ৷ এরইমধ্য়ে পার্টি অফিসে যাওয়ার পথে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত হলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য ৷

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রহড়া পার্টি অফিসে যাওয়ার সময় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ৷ উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে পিছন থেকে মাথায় অতর্কিতে ইট মারা হয় বলে অভিযোগ। মাথার পিছনে আঘাত পান বর্ষীয়ান সিপিআইএম নেতা ৷ এরপর পার্টি অফিসে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন তিনি ৷ চিকিৎসারত অবস্থায় আহত তন্ময় প্রশ্ন করেন, "আমার মনে হয় না, এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ৷ গতকালও আমার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার কথা হয়েছে ৷ আমাদের প্রার্থীর এজেন্টের সঙ্গে কথা হয়েছে ৷ উনি আশ্বাস দিয়েছিলেন এরকম কোনও ঘটনা ঘটবে না ৷"আরও পড়ুন : তৃণমূল প্রার্থীর নাম দিয়ে ব্যাজ পরায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা খড়দায়215 আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয়, প্রশ্ন আক্রান্ত তন্ময়েরতাহলে নিজের উপর হামলা প্রসঙ্গে কী বলবেন আপনি ? তন্ময়বাবু বলেন, "এটা তৃণমূলের পাড়ার কিছু মস্তানের কাজ ৷ ওরা আমাদের পোলিং এজেন্টদের বুথে বসতে দেয়নি ৷" অর্থাৎ তাঁর উপর হামলা হলেও তৃণমূলের নেতাদের কাঠগড়ায় তুলতে নারাজ সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ৷একইসঙ্গে তাঁর প্রশ্ন, "২১৫ আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" তন্ময় ভট্টাচার্যের উপর হামলাকে 'বিচ্ছিন্ন ঘটনা' আখ্যা দিয়েও ঘটনার নিন্দায় সরব হয়েছেন খড়দা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস ৷ তিনি বলেন, "শাসক কিংবা প্রধান বিরোধী কেউই এই ঘটনার দায় এড়াতে পারে না ৷" অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

 

Your Opinion

We hate spam as much as you do