Tranding

03:28 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আইএসএফ এর ওপর তৃনমুলের হামলা , হাড়োয়া ,দেগঙ্গা আসনে আক্রমণের অভিযোগ 

আইএসএফ এর ওপর তৃনমুলের হামলা , হাড়োয়া ,দেগঙ্গা আসনে আক্রমণের অভিযোগ 

শাসনে সভা চলাকালে আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ, জখম ৫ অন্যদিকে, দেগঙ্গা বিধানসভার লক্ষ্মীপুরেও আইএসএফ কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। আব্বাস অনুগামীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়।

আইএসএফ এর ওপর তৃনমুলের হামলা , হাড়োয়া ,দেগঙ্গা আসনে আক্রমণের অভিযোগ 

আইএসএফ এর ওপর তৃনমুলের হামলা , হাড়োয়া ,দেগঙ্গা আসনে আক্রমণের অভিযোগ 

শাসনে সভা চলাকালে আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ, জখম ৫
অন্যদিকে, দেগঙ্গা বিধানসভার লক্ষ্মীপুরেও আইএসএফ কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। আব্বাস অনুগামীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়।
 ভোটের আগে উত্তর ২৪ পরগনার দুটি জায়গায় আইএসএফ কর্মীদের উপর বারবার  হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল হাড়োয়া বিধানসভার শাসনের মানিকপুরে দলীয় সভা করছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেখানেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জখম হন ৫ আইএসএফ কর্মী।তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, দেগঙ্গা বিধানসভার লক্ষ্মীপুরেও আইএসএফ কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। আব্বাস অনুগামীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। আহত ৩ আইএসএফ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান হাড়োয়া ও দেগঙ্গার দুই আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন পুরকায়েত ও করিম আলি। ভোট বানচাল করতে সন্ত্রাস বলে শাসকদলের অভিযোগ তুলেছেন তাঁরা। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল আইএসএফ এর সম্পর্ক বিভিন্ন এলাকায় ক্রমশ খারাপ হওয়ার কারন হিসাবে বিশেষজ্ঞদের মতে তৃণমূলের বিপুল ভোট সংযুক্ত মোর্চার পক্ষে যাচ্ছে, যা বিভিন্ন  বিধানসভায় তৃণমূলের পরাজয়ের কারন হতে পারে। 
ছবি - abpnews 

Your Opinion

We hate spam as much as you do