রেড ভল্যান্টিয়ারদের উদ্যোগে এবার শুধু বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দেওয়া নয় , ছোট ছোট আইসোলেসন সেন্টার তৈরি করে হাজার হাজার করোনা রুগির সংক্রমণের সময় আলাদা থাকার এবং দেখভালের ব্যবস্থা করা।
বেলঘরিয়া রেড ভল্যান্টিয়ারসদের উদ্যোগে সেফ হোম
রেড ভল্যান্টিয়ারদের উদ্যোগে এবার শুধু বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দেওয়া নয় , ছোট ছোট আইসোলেসন সেন্টার তৈরি করে হাজার হাজার করোনা রুগির সংক্রমণের সময় আলাদা থাকার এবং দেখভালের ব্যবস্থা করা।
বেলঘরিয়া অঞ্চলের সিপিএম , সুকুমার ঘোষ স্মৃতি ভবন 64 নম্বর রোডে প্রয়াত সমীরন ব্যানার্জি স্মরণে রেড ভলেন্টিয়ার দের সহযোগিতায় আজ থেকে পথ চলা শুরু করল আইসোলেশন সেন্টারের। সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার এবং কামারহাটি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি এবং উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য নেতা ও কামারহাটির বাম প্রার্থী সায়নদীপ মিত্র সি আই টি ইউ পশ্চিমবঙ্গের সভাপতি সুভাষ মুখার্জি , কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা ও বেলঘড়িয়া থানার আইসি রতন চক্রবর্তী ,কামারহাটি পৌরসভার কো-অর্ডিনেটর সুব্রত চ্যাটার্জী এবং বিশিষ্ট ডাক্তার দীপঙ্কর মাঝি তমজিত ঘোষ সুব্রত মুখার্জি মানষ ভট্টাচার্য অভিজিৎ বড়ুয়া লোকনাথ ভৌমিক এবং প্রধান উদ্যোক্তা বাম নেতা ঝন্টু মজুমদার।
এখানে দশটা বেড এর ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনে আরও বাড়ানোর ব্যবস্থা রাখা আছে সব সময়ের জন্য ডাক্তার প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এছাড়াও রেড ভলেন্টিয়ার এর কর্মীরা থাকবেন যদি কোন রোগীর অবস্থা খারাপ যদি হয় তাহলে তাদেরকে নার্সিং হোম এবং সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে সবসময় যেন অক্সিজেন খাওয়া ব্যবস্থা থাকবে এবং গোপাল সাহা কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক জানান পৌরসভার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন এবং বেলঘড়িয়া থানার আইসি ও সব রকমের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান।
We hate spam as much as you do