Tranding

02:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আর পারা যায় না!রেল চালানোর দাবীতে হাসনাবাদ শিয়ালদহ শাখায় রেল অবরোধ

আর পারা যায় না!রেল চালানোর দাবীতে হাসনাবাদ শিয়ালদহ শাখায় রেল অবরোধ

সাধারণ মানুষের রুটি রুজির টান পড়েছে।ফলে বাধ্য হয়ে তারা আয়ের সংস্হানে ট্রেনে চেপে শহরমুখী হচ্ছেন।তাতেই উত্তরোত্তর ভিড় বাড়ছে।লোকাল ট্রেন চললে এত ভিড় হবে না। সে কারনেই আমাদের দাবি লোকাল ট্রেন যতদিন না চলছে ততদিন প্রতিটি স্টাফ স্পেশাল ট্রেনের বগির সংখ্যা ৯থেকে বাড়িয়ে ১২বগির করতে হবে।

আর পারা যায় না!রেল চালানোর দাবীতে  হাসনাবাদ শিয়ালদহ শাখায় রেল অবরোধ

আর পারা যায় না!রেল চালানোর দাবীতে  হাসনাবাদ শিয়ালদহ শাখায় রেল অবরোধ


নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,২৩আগষ্ট-
হাসনাবাদ শিয়ালদহ শাখায় রেল অবরোধ হয় সোমবার সকালে।শুরু হয় যাত্রী বিক্ষোভ।এই শাখার বহিরা কালিবাড়ি স্টেশনে নিত্য যাত্রী ও সাধারণ মানুষ রেল অবরোধ করেন।অবরোধকারীদের দাবি লোকাল ট্রেন চলছে না।স্টাফ স্পেশালের নামে যে ক'টি ট্রেন চলছে সেগুলি ৯ বগির।ফলে প্রচণ্ড ভিড় হচ্ছে।করোনার সংক্রমণ ছড়াতে পারে।


এই আশঙ্কায় রাজ্য সরকার লোকাল ট্রেন চালাতে দিচ্ছে না।এদিকে সাধারণ মানুষের রুটি রুজির টান পড়েছে।ফলে বাধ্য হয়ে তারা আয়ের সংস্হানে ট্রেনে চেপে শহরমুখী হচ্ছেন।তাতেই উত্তরোত্তর ভিড় বাড়ছে।লোকাল ট্রেন চললে এত ভিড় হবে না।


সে কারনেই আমাদের দাবি লোকাল ট্রেন যতদিন না চলছে ততদিন প্রতিটি স্টাফ স্পেশাল ট্রেনের বগির সংখ্যা ৯থেকে বাড়িয়ে ১২বগির করতে হবে।এদিনের এই ট্রেন অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে।চরম হয়রানির শিকার হন যাত্রীরা।দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পুলিশ আসে।অবরোধকারীদের দাবিগুলির বিবেচনার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

Your Opinion

We hate spam as much as you do