এরই মধ্যে উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম এক গন জমায়েতের ডাক দিয়েছে বারাসাতের কাছারি ময়দানে। মহঃ সেলিম, সুজন চক্রবর্তী,গৌতম দেব সহ সিপি আই এম রাজ্য নেত্রী দেবলিনা হেমব্রম বলবেন জেলার সম্পাদক মৃণাল চক্রবর্তী ছাড়াও সভাপতিত্ব করবেন রাজ্য নেতা পলাশ দাশ। এই গন জমায়েত আগামীদিনে বহু লড়াইয়ের বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।
দুর্নীতির বিরুদ্ধে গনসাক্ষরের পরই ৬ই জুন সিপিএম বারাসাতে গন জমায়েতের ডাক দিল
২১ মে ২০২৩
সর্বগ্রাসী রূপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে এরাজ্যের এক কোটির বেশি মানুষের সই সংগ্রহের কর্মসূচী চলছে। সিপিআই(এম)। সেই লক্ষ্যে ৩০ মে পর্যন্ত মানুষের কাছে যাচ্ছেন সিপিআই(এম) কর্মীরা।
মে মাস জুড়ে রাজ্যবাসীর কাছে গিয়ে এক কোটির বেশি সই সংগ্রহ করা হবে এবং এই মাস পিটিশন দেওয়া হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। বাংলার মানুষ ন্যায়বিচার আদায় করেই ছাড়বে।
সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ
সেলিম বলেছেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি এবং দুষ্কৃতীতন্ত্র সর্বগ্রাসী রূপ নিয়েছে। শুধু স্কুলের শিক্ষক নিয়োগ নয়, গত এক দশকে কোনো নিয়োগ প্রক্রিয়াই এখানে সুষ্ঠুভাবে হয়নি। রাজ্যের পুলিশ এবং তদন্তকারী এজেন্সিগুলি কত অপদার্থ দলদাসে পরিণত হয়েছে তাও স্পষ্ট হয়ে গেছে। তারা দুর্নীতির কোনো তদন্ত করেনি, কোনো অপরাধীকে ধরেনি, বরং দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে কেউ যাতে মুখ খুলতে না পারে তার জন্য ব্যস্ত থেকেছে। পুলিশ প্রশাসন সেই পথেই চলছে। সরকার কোটি কোটি টাকা খরচ করে তদন্ত আটকাতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ছোটে। এ রাজ্যে সব উলটো।
এরাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় শেষপর্যন্ত সিবিআই ইডি’র তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে এবং তাতে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা জালে পড়ছেন। এই পরিপ্রেক্ষিতের উল্লেখ করে সেলিম বলেছেন, দুর্নীতি তো কেবল একটি নিয়োগ প্রক্রিয়ায় হয়নি, এরাজ্যে দুর্নীতি সর্বগ্রাসী, সব নিয়োগে সব প্রকল্পে হয়েছে। আদালতের নির্দেশে সিবিআই ইডি তদন্ত শুরু হলেও সেই তদন্তকে বিলম্বিত করা হচ্ছে। তাই মে মাস জুড়ে রাজ্যের মানুষের কাছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে অন্তত এক কোটি সই সংগ্রহ করা হবে। সংখ্যাটা আরও বেশি হবে। শুধু বামপন্থীদের কাছে নয়, যারাই দুর্নীতির বিরুদ্ধে সেই সব অংশের মানুষের কাছে আমরা যাবো এবং সই সংগ্রহ করবো।
মহঃ সেলিম বলেন, মানুষের এই মেজাজ বুঝতে পারছে বলেই সরকার এখন পঞ্চায়েত নির্বাচন করতে চাইছে না। খালি পিছোচ্ছে। আমরা বলেছি, ‘চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও। পঞ্চায়েত নির্বাচনের তারিখ দাও।’ গ্রামের মানুষের অধিকার আছে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ফিরে পাওয়ার। তৃণমূল এবং বিজেপি’কে উৎখাত করেই মানুষের হাতে পঞ্চায়েতকে ফেরাতে হবে।
এদিকে দলে দলে তৃণমূলকে সমর্থন করা ছেড়ে বাম অথবা কংগ্রেসকে সমর্থনে নামছেন। উত্তর ২৪ পরগনার শাসন এখন শিরোনামে। সন্ত্রাসের অভিযোগ প্রচুর। অথচ এখানে প্রতিদিন বহু তৃণমূল কর্মী সিপিআইএমে যোগ দিচ্ছেন।
এরই মধ্যে উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম এক গন জমায়েতের ডাক দিয়েছে বারাসাতের কাছারি ময়দানে। মহঃ সেলিম, সুজন চক্রবর্তী,গৌতম দেব সহ সিপি আই এম রাজ্য নেত্রী দেবলিনা হেমব্রম বলবেন জেলার সম্পাদক মৃণাল চক্রবর্তী ছাড়াও সভাপতিত্ব করবেন রাজ্য নেতা পলাশ দাশ। এই গন জমায়েত আগামীদিনে বহু লড়াইয়ের বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।
We hate spam as much as you do