Tranding

11:26 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ভাটপাড়া পৌর নির্বাচনে শ্রমিক নেত্রী বাম প্রার্থীর মৃত্যু

ভাটপাড়া পৌর নির্বাচনে শ্রমিক নেত্রী বাম প্রার্থীর মৃত্যু

বাবলি দে বহুদিন থেকেই পশ্চিমবঙ্গের চটকল শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত। তিনি জগদ্দল জুট মিলস অ‍্যান্ড ইন্ডাস্ট্রিতেও শ্রমিক আন্দোলন নিয়ে কাজ করেন তিনি পশ্চিমবঙ্গ বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। তিনি সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল সদস্য ছিলেন।

ভাটপাড়া পৌর নির্বাচনে শ্রমিক নেত্রী  বাম প্রার্থীর মৃত্যু

ভাটপাড়া পৌর নির্বাচনে শ্রমিক নেত্রী  বাম প্রার্থীর মৃত্যু

 

কয়েকদিন আগে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সমস‍্যা নিয়ে কলকাতা স্নায়ু হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শ্রমিক নেত্রী বাবলি দে। তিনি ভাটপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ছিলেন। বয়স হয়েছিল ৬৭ বছর। 


বাবলি দে বহুদিন থেকেই পশ্চিমবঙ্গের চটকল শ্রমিক  আন্দোলনের সাথে যুক্ত। তিনি জগদ্দল জুট মিলস অ‍্যান্ড ইন্ডাস্ট্রিতেও শ্রমিক আন্দোলন নিয়ে কাজ করেন তিনি পশ্চিমবঙ্গ বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। তিনি   সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল সদস্য ছিলেন। 


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন শ্রম মন্ত্রী সিআইটিইউ  সাধারণ সম্পাদক অনাদি সাহু, প্রাক্তন সাংসদ তড়িত তোপদার, নেপালদেব ভট্টাচার্য্য, জেলা শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। টিইউসিসি, আইএনটিইউসির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে।

বাবলি দে অত্যন্ত সাহসের সাথে কঠিন অবস্থায় ভাটপাড়া অঞ্চলে শ্রমিক আন্দোলন সামনেথেকে পরিচালনা করতেন। তিনি হিন্দি এবং বাংলায় অসম্ভব সুন্দর বক্তৃতা করতে পারতেন। চটকল আন্দোলনে শ্রমিকদের সংকটে সামনের সারিতে থাকবার জন্য তাকে অনেক সময় রাজনৈতিক  আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। এমনকি  জেজেআই জুট মিলে ট্রাস্টি বোর্ডের নির্বাচনে সাহসের সাথে শ্রমিক প্রতিনিধিদের  নির্বাচিত করতে সক্ষম হয়েছিলেন।

 

Your Opinion

We hate spam as much as you do