Tranding

12:20 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বেআইনিভাবে জলাভূমি বোজানোর বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের সচেতনতা শিবির

বেআইনিভাবে জলাভূমি বোজানোর বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের সচেতনতা শিবির

মাইক প্রচার ও লিফলেট বিলির মাধ্যমে জলাভূমির গুরুত্ব তথা জলাভূমি বোজানোর কুফল মানুষের সামনে তুলে ধরা হয়। এছাড়াও স্থানীয় মানুষকে, তাদের নিজেদের স্বার্থেই, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বেশ কিছু স্থানীয় মানুষ এই কর্মসূচিতে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

বেআইনিভাবে জলাভূমি বোজানোর বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের সচেতনতা শিবির

বেআইনিভাবে জলাভূমি বোজানোর বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের সচেতনতা শিবির

30 জুন 2024


আজ মহিষবাথান অঞ্চলে, স্থানীয় জলাভূমি বোঝানোর প্রতিবাদে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ একটি সচেতনতা কর্মসূচি সংগঠিত করে। প্রসঙ্গত ওই অঞ্চলে বেআইনি ভাবে বেশ কিছু জলাভূমি বোঝানোর কাজ চলছে। এমনকি তা আটকাতে গেলে প্রশাসনের পক্ষ থেকেও বাধার সম্মুখীন হয়েছে বলে শোনা গেছে। 


মাইক প্রচার ও লিফলেট বিলির মাধ্যমে জলাভূমির গুরুত্ব তথা জলাভূমি বোজানোর কুফল মানুষের সামনে তুলে ধরা হয়। এছাড়াও স্থানীয় মানুষকে, তাদের নিজেদের স্বার্থেই, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বেশ কিছু স্থানীয় মানুষ এই কর্মসূচিতে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। 


স্থানীয় মানুষের কাছ থেকে সদর্থক সাড়াও পাওয়া যায়। বিজ্ঞান মঞ্চ বিধান নগর কেন্দ্রের সাথে উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত পূর্ব কলকাতা জলাভূমি সংকোচন রুখতে লাগাতার ভাবে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামীতেও তাদের একে ঘিরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে

Your Opinion

We hate spam as much as you do