Tranding

05:00 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বারাকপুর কালিয়ানিবাসে একটি বাড়িতে বিস্ফোরণ, জখম ২

বারাকপুর কালিয়ানিবাসে একটি বাড়িতে বিস্ফোরণ, জখম ২

ঘটনাস্থলে পুলিশ এসে চারটি অক্ষত সিলিন্ডার উদ্ধার করেছে। এমনকি ঈশাই জিদালের ঘর থেকে পুলিশ সন্দেহজনক রাসায়নিক উদ্ধার করেছে। পুলিশ ঈশাই জিদালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি কি থেকে ওখানে বিস্ফোরণ ঘটলো, তার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ।

বারাকপুর কালিয়ানিবাসে একটি বাড়িতে বিস্ফোরণ, জখম ২

বারাকপুর কালিয়ানিবাসে একটি বাড়িতে বিস্ফোরণ, জখম ২


 টিটাগড় থানার ব্যারাকপুর
কালিয়ানিবাসে একটি বাড়িতে বুধবার সকাল ১০টা নাগাদ জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল বাড়ির ছাদ সহঘরের সমস্ত দরজা জানালার কাঁচ ফেটে যায়। ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

 

জানা গিয়েছে, জে আর আর রোডের অভিমুন্য রায়ের বাড়ির নিচতলা ভাড়াটিয়া থাকেন। ঈশাই জিদাল নামে হায়দ্রাবাদের আদি বাসিন্দা প্রায় সাড়ে তিন বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছেন। ঈশাই জিদালের ঘরেই বিস্ফোরণ ঘটে। সেই বিষ্ফোরনে পাশের ঘরে থাকা দুজন আহত হন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে।


 কিন্ত ঘটনাস্থলে পুলিশ এসে চারটি অক্ষত সিলিন্ডার উদ্ধার করেছে। এমনকি ঈশাই জিদালের ঘর থেকে পুলিশ সন্দেহজনক রাসায়নিক উদ্ধার করেছে। পুলিশ ঈশাই জিদালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি কি থেকে ওখানে বিস্ফোরণ ঘটলো, তার তদন্তে নেমেছে টিটাগর থানার পুলিশ।

 


এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর পুর প্রশাসক উত্তম দাস বলেন, প্রথমে মনে হয়েছিল গ্যাস সিলিন্ডার ফেটেছে। কিন্তু চারটে গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পর ঈশাই জিদাল বাথরুমে গিয়ে লুকিয়ে ছিল। আগুন নেভাতে এসে স্থানীয়রা ওকে বাথরুম থেকে টেনে বের করে। ওর ঘর থেকে মাদকদ্রব্য পুলিশ উদ্ধার করে। ওকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশের ঘরের ভাড়াটিয়া ভাই-বোনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

Your Opinion

We hate spam as much as you do