Tranding

06:21 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / কামারহাটিতে দুই ক্লাবের এলাকা দখল নিয়ে উত্তেজনা, বোমাবাজি

কামারহাটিতে দুই ক্লাবের এলাকা দখল নিয়ে উত্তেজনা, বোমাবাজি

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনোয়ার বাগানের মহিলারা কামারহাটি ফারি তে বিক্ষোভ দেখায়।। যারা বোম মেরেছে গুলি চালিয়েছে উত্তেজনা সৃষ্টি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আনোয়ার বাগানে পুলিশ মোতায়েন করা হয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ

কামারহাটিতে দুই ক্লাবের এলাকা দখল নিয়ে উত্তেজনা, বোমাবাজি

কামারহাটিতে দুই ক্লাবের এলাকা দখল নিয়ে উত্তেজনা, বোমাবাজি 


দুই ক্লাবের এলাকা দখল নিয়ে উত্তেজনা গুলি বোম কামারহাটি আনোয়ার বাগান অঞ্চলে ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা 7 টা 7:30 মিনিট নাগাদ ঘটনার মূল উৎস গতকাল আনোয়ার বাগানের দুই ক্লাবের ছেলেদের মধ্যে ঝামেলা হয়। তারি ফলশ্রুতি হিসেবে আজ রাতে একদল যুবক ঢুকে আনোয়ার বাগান নওজোয়ান স্পোর্টিং ক্লাব ভাঙচুর করে এবং গুলি চালায়।। 


একটি ফুচকার দোকান ভাঙচুর হয় তারপরে একটি মুদির দোকান ভাঙচুর হয় এলাকার মানুষের অভিযোগ তিন থেকে চারটি গুলি ছোড়ে এবং দুটি বোমা মারে যারা ভাঙচুর করতে আসে।। তাদের হাতে আক্রান্ত হয় শের আলম 30 বছর বয়স। তাকে বন্দুকের বাট দিয়ে মারে এবং একটি বাচ্চা ছেলে যুলেন বয়স 7 তার বুকে লাগে।। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনোয়ার বাগানের মহিলারা কামারহাটি ফারি তে বিক্ষোভ দেখায়।। যারা বোম মেরেছে গুলি চালিয়েছে উত্তেজনা সৃষ্টি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।  আনোয়ার বাগানে পুলিশ মোতায়েন করা হয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ একজনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আটক করেছে এলাকায় আতঙ্ক রয়েছে


আনোয়ার বাগানে পুলিশ মোতায়েন করা হয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ একজনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আটক করেছে এলাকায় আতঙ্ক রয়েছে।।

Your Opinion

We hate spam as much as you do