Tranding

12:29 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপে ত্রাণ পৌঁছানোর দাবী।

জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপে ত্রাণ পৌঁছানোর দাবী।

এখনও জলমগ্ন মৌসুনি দ্বীপ, দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবী  প্রশাসনের কাছে

জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপে ত্রাণ পৌঁছানোর দাবী।

আজও জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপে ত্রাণ পৌঁছানোর দাবী।

এখনও জলমগ্ন মৌসুনি দ্বীপ, দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবী  প্রশাসনের কাছে

কলকাতা থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে তিন দিকে চেনাই নদী ও আর একদিকে সাগরের মোহনা দিয়ে ঘেরা শান্ত সমুদ্র ও নির্জন নিরিবিলি মৌসুনি দ্বীপ।

ইয়াস তাণ্ডবের পর তিনদিন কেটে গেলেও, এখনও জলমগ্ন এই সুন্দরবনের মৌসুনী দ্বীপ। ভেঙেছে ঘর, ভেসে গেছে চাষের জমি। সহায়-সম্বল হারিয়ে জীবনে ফেরার লড়াই চালাচ্ছেন বিচ্ছিন্ন ভূখণ্ডের বাসিন্দারা। খুব তাড়াতাড়ি মৌসুনী দ্বীপে জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য দাবী উঠেছে। ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Your Opinion

We hate spam as much as you do