নন্দীগ্রাম কান্ডের রহস্য উদঘাটন বাংলার ভোটে নতুন আঙ্গিক যুক্ত করল। তাই সংযুক্ত মোর্চা, বিশেষ করে বামফ্রন্ট প্রার্থীদের গুরুত্বপূর্ণ উপস্থিতি টের পাওয়া যাচ্ছে । বুদ্ধদেব ভট্টাচার্য এর আবেদন বহু মানুষকে প্রভাবিত করছে, সিদ্ধান্ত পরিবর্তন করতে ।
রাজারহাট- গোপালপুরে পাড়ার প্রার্থী শুভজিৎ এর ভালোই সাড়া - প্রতিপক্ষ শমীক, অদিতি
সারা বছর মানুষের পাশে থাকা বাম প্রার্থী শুভজিৎ প্রচারে নতুনভাবে সাড়া পাচ্ছেন।
রাজারহাট- গোপালপুর বিধানসভাকে আজ থেকে তিরিশ বছর আগের কেউ এখন চিনবে না। বেশিরভাগ অংশই পিছিয়ে পড়া গ্রাম আর ধানক্ষেত ।
রাজ্যের বামফ্রন্ট সরকার নিশ্চিতভাবে এই সাফল্যের একশ ভাগ দাবী করতে পারে। চুড়ান্ত নগরায়ন এই এলাকার অর্থনীতিকে বদলেছে। কৈখালি, বাগুইহাটির , কেষ্টপুর খালের একপারের ঝাঁ চকচকে এলাকার মানুষ সকলের মনে থাকার কথা নয় , বামফ্রন্ট সরকারের নগরায়ন পরিকল্পনার এই উজ্জ্বল অঞ্চলের পরিবর্তনের কথা ।
এ বছর এখানে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী হয়েছেন শুভজিত্ দাশগুপ্ত । শুভজিত্ বাবু এলাকায় আছেন তিনশ পঁয়ষট্টি দিন চব্বিশ ঘণ্টা । তিনি সিপিআইএম পার্টির এই অঞ্চলের নেতা। গত আম্ফান বিপর্যয় আর করোনা মহামারীর ভয়াবহ পরিবেশে গরীব , নিম্নবিত্ত হঠাত্ আয়হীন মানুষের পাশে দিনের পর দিন থেকেছেন। কমিউনিটি কিচেন পরিচালনা করেছেন। দলমতনির্বিশেষে হাজার হাজার মানুষ সেখানে এসেছেন। এলাকার দরিদ্রতম মানুষের বক্তব্য এই দুর্দিনে অন্য কাউকে দেখা যায় নি। শুভজিত্ বাবু সেই কথাই বলছেন মানুষের ঘরে ঘরে । ভোট কি শুধুই ভোট ! শুধুই কি টিভি খবরের কাগজ বলে দেবে লড়াইয়ের কথা ? সাধারণের গত এক বছরের অভিজ্ঞতার কি কোনো দাম থাকবে না ? অবস্থাটা বদলাচ্ছে । শুভজিৎ দাশগুপ্ত ঘুরছেন।
দুদিন আগে রাজনীতিতে যুক্ত এবং তৃণমূলে যুক্ত হওয়া গায়িকা অদিতি মুন্সী এখানে প্রার্থী। বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্য । শমীক গত লোকসভায় দমদমের প্রার্থী হিসেবে এই কেন্দ্রে হেরে গিয়েছিলেন। বিভিন্ন রোড শো আর প্রচারের কাজ করছেন । কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজারহাট গোপালপুরের মানুষের মাঝে এত কষ্টের একটা বছর গেল ২০২০ , কোথায় ছিলেন এইসব প্রার্থীরা ?
রাজারহাট- গোপালপুরের বহুতলের কিছু উচ্চবিত্ত বাসিন্দারা টিভির খবরে প্রভাবিত হতে পারেন কিন্তু গরীব মানুষের ভাবনা বদলাচ্ছে । তাই প্রবল প্রতিদ্বন্দ্বিতার যথেষ্ট প্রাসঙ্গিকতা নিয়েই শুভজিত্ লড়ছেন , সঙ্গে কংগ্রেস, আইএসএফ আছে।
নন্দীগ্রাম কান্ডের রহস্য উদঘাটন বাংলার ভোটে নতুন আঙ্গিক যুক্ত করল। তাই সংযুক্ত মোর্চা, বিশেষ করে বামফ্রন্ট প্রার্থীদের গুরুত্বপূর্ণ উপস্থিতি টের পাওয়া যাচ্ছে । বুদ্ধদেব ভট্টাচার্য এর আবেদন বহু মানুষকে প্রভাবিত করছে, সিদ্ধান্ত পরিবর্তন করতে ।
রাজারহাট গোপালপুরে বাম প্রার্থীর জয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে । ফলাফল অবশ্যই ২রা মে।
We hate spam as much as you do