Tranding

02:51 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনায় মৃত্যু

খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনায় মৃত্যু

উত্তর ২৪পরগনা খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার কোভিডে মৃত্যু হল।  কাজলবাবু গত তিনদিন আগে অর্থাত্ নির্বাচন মিটে যাওয়ার পরের দিন হাসপাতালে ভর্তি হন।

খড়দার   তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনায়  মৃত্যু

উত্তর ২৪পরগনা খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার কোভিডে মৃত্যু হল। 
কাজলবাবু গত তিনদিন আগে অর্থাত্ নির্বাচন মিটে যাওয়ার পরের দিন হাসপাতালে ভর্তি হন।

খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিন্হার মৃত্যুর পর নির্বাচন কিশনকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও ট্যুইট করেছেন। তৃণমূল সাংসদ লেখেন, বাংলার ভোট তাড়াতাড়ি শেষ করার জন্য । 
 মোদি-শাহের নির্দেশে দুই নির্বাচন কমিশনার একসঙ্গে ভোট করানোর প্রস্তাব লাগাতার উপেক্ষা করছেন।
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তৃণমূল প্রার্থীর কোমর্বিডিটি ছিল। আরও কয়েকদিন আগে এলে ভালো হত।  ভালো কিছু  রেজাল্ট হতে পারত। যখন এখানে ভর্তি হয়েছিলেন, তখন তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল।
তিন দিন ভেন্টিলেশনে থাকার পর এদিন সকালে মৃত্যু হল তাঁর। এর আগে 
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do