Tranding

02:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / গতকাল ভারতে প্রবেশ করতে গিয়ে ধূর সহ গ্রেফতার ৫ বাংলাদেশি।

গতকাল ভারতে প্রবেশ করতে গিয়ে ধূর সহ গ্রেফতার ৫ বাংলাদেশি।

শুক্রবার ভোরে হেমনগর থানার পারঘুমটি বাড়িতে ওই ৫ বাংলাদেশি নাগরিককে ভারতে ঢুকতে সাহায্য করেন নিমাই রায়। এই নিমাই রায় বিজেপির আঞ্চলিক নেতা।এমনটাই স্থানীয় সূত্রের খবর

গতকাল ভারতে প্রবেশ করতে গিয়ে ধূর সহ গ্রেফতার ৫ বাংলাদেশি।

গতকাল ভারতে প্রবেশ করতে গিয়ে ধূর সহ গ্রেফতার ৫ বাংলাদেশি।

নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,২৩ জুলাই---
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ভারতে প্রবেশ করতে গিয়ে ধূর সহ গ্রেফতার ৫ বাংলাদেশি। টাকার বিনিময়ে ওই ৫ বাংলাদেশিকে যিনি ভারতে এনেছিলেন তাকেও গ্রেফতার করেছে পুলিস।
শুক্রবার ভোরে হেমনগর থানার পারঘুমটি বাড়িতে ওই ৫ বাংলাদেশি নাগরিককে ভারতে ঢুকতে সাহায্য করেন নিমাই রায়। এই নিমাই রায় বিজেপির আঞ্চলিক নেতা।এমনটাই স্থানীয় সূত্রের খবর।নিমাই রায় সহ ওই পাঁচজনকে ধরে ফেলে গ্রামের মানুষজন। তাদের ধরে আটকে রাখা হয় গ্রামের একটি ক্লাবঘরে। পরে তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
হিঙ্গলগঞ্জের পারঘুমটি বাড়ি এলাকা দিয়ে বয়ে গিয়েছে কালিন্দী নদী। এলাকাটি বাংলাদেশ সীমানায় ভারতের শেষ অঞ্চল। কালিন্দী নদী পার হলেই বাংলাদেশ। এদিন বাংলাদেশ থেকে কালিন্দী নদী পার হয়ে সামসের নগরের কমলাখালিতে এসে ওঠে ওই চার জন। তারপরেই তারা ধরা পড়ে যায়। পুলিস সূত্রে খবর, ওই ৫ জনের বাড়ি বাংলাদেশের কৈখালি গ্রামে।
আজ ওই পাঁচজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তদের ১৪ জনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Your Opinion

We hate spam as much as you do