Tranding

01:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / গ্রেপ্তার মীনাক্ষী, ময়ুখ, SFI/DYFI জমায়েতে বাধা, নিয়োগপ্রার্থীদের আবারও টেনে তোলা হল প্রিজন ভ্যানে

গ্রেপ্তার মীনাক্ষী, ময়ুখ, SFI/DYFI জমায়েতে বাধা, নিয়োগপ্রার্থীদের আবারও টেনে তোলা হল প্রিজন ভ্যানে

এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বাম কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। করুণাময়ী বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেখানে জড়ো হয়ে গিয়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। দেখা যায়, ডিসি ও অন্যান্য পুলিশের পদস্থ কর্তারা তাঁদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়

গ্রেপ্তার মীনাক্ষী, ময়ুখ, SFI/DYFI জমায়েতে বাধা,  নিয়োগপ্রার্থীদের আবারও টেনে তোলা হল প্রিজন ভ্যানে

গ্রেপ্তার মীনাক্ষী, ময়ুখ, SFI/DYFI জমায়েতে বাধা,  নিয়োগপ্রার্থীদের আবারও টেনে তোলা হল প্রিজন ভ্যানে

21 Oct 2022 


ফের সকাল হতেই করুণাময়ীতে মোতায়েন করা হয় বিশাল বাহিনী। এলাকা থেকে আন্দোলনের চিহ্ন মুছে রাস্তা সাফ করা হয়। আবার নতুন করে উত্তপ্ত করুণাময়ী, বামেদের জমায়েতে বাধা,
নিয়োগপ্রার্থীদের আবারও টেনে তোলা হল প্রিজন ভ্যানেকরুণাময়ীতে সাতসকালেও মোতায়েন পুলিশ


নতুন করে উত্তপ্ত করুণাময়ী।
টেটের ধর্না মঞ্চে পুলিশের প্রতিবাদ। করণাময়ীতে বামেদের জমায়েত কর্মসূচি। জমায়েতে বাধা দেয় পুলিশ। ১৪৪ ধারা জারি থাকায়, জমায়েতে বাধা দেয় পুলিশ। এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বাম কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। করুণাময়ী বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেখানে জড়ো হয়ে গিয়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। দেখা যায়, ডিসি ও  অন্যান্য পুলিশের পদস্থ কর্তারা তাঁদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। প্রিজন ভ্যানে তোলার সময়ে ‘নিয়োগ চাই’ দাবি জানাতে থাকেন তাঁরা।
মীনাক্ষী, ময়ুখকে আটক করা হয়।

Your Opinion

We hate spam as much as you do