Tranding

12:18 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / জাল স‍্যালাইনের বিরুদ্ধে বারাসাতে ছাত্র যুব মহিলা ও বস্তি সংগঠনের ডেপুটেশন ও বিক্ষোভ

জাল স‍্যালাইনের বিরুদ্ধে বারাসাতে ছাত্র যুব মহিলা ও বস্তি সংগঠনের ডেপুটেশন ও বিক্ষোভ

বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিক্ষোভ হল। জাল স্যালাইন এবং ওষুধের কারবার বন্ধ করার দাবিতে সোচ্চার রয়েছেন ছাত্র, যুব, মহিলা এবং বস্তি উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ। মালদহে মেডিক্যাল কলেজেও সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, অব্যবস্থা, জাল ওষুধ, বিষাক্ত স্যালাইন ব্যবহারের বিরুদ্ধে, হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী ও রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ওঠে।

জাল স‍্যালাইনের বিরুদ্ধে বারাসাতে ছাত্র যুব মহিলা ও বস্তি সংগঠনের ডেপুটেশন ও বিক্ষোভ

জাল স‍্যালাইনের বিরুদ্ধে বারাসাতে ছাত্র যুব মহিলা ও বস্তি সংগঠনের ডেপুটেশন ও বিক্ষোভ 

6 February 2025


এসএফআই  ডিওয়াইএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে বারাসাত হাসপাতালের সামনেও চলছে বিক্ষোভ। স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে সুরক্ষার দাবিতে হয়েছে বিক্ষোভ।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিক্ষোভ হল। জাল স্যালাইন এবং ওষুধের কারবার বন্ধ করার দাবিতে সোচ্চার রয়েছেন ছাত্র, যুব, মহিলা এবং বস্তি উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ।
মালদহে মেডিক্যাল কলেজেও সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, অব্যবস্থা, জাল ওষুধ, বিষাক্ত স্যালাইন ব্যবহারের বিরুদ্ধে, হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী ও রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ওঠে। 
স্বাস্থ্য দপ্তরের অসংখ্য শূন্যপদে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগেরও দাবি ওঠে। মালদহে এই কর্মসূচি পালিত হয় বারাসাত হাসপাতালের জরুরি বিভাগের সামনে।
জাল স্যালাইন ঘিরে বিক্ষোভে রাজ্য সরকার সংশ্লিষ্ট সংস্থা পশ্চিম বঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু প্রসূতি মৃত্যুর ঘটনা ঘিরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের জেরা করা হচ্ছে কলকাতার ভবানী ভবনে ডেকে।
প্রতিবাদের জেরে স্যালাইন বিভিন্ন হাসপাতালে বন্ধ করা হয়েছে বিকল্প ব্যবস্থা না করেই। তার জেরে সমস্যায় পড়ছেন রোগীরা। এদিন এনআরএস হাসপাতালের সামনে বিক্ষোভে বিকল্প ওষুধের ব্যবস্থা করার দাবিও ওঠে। 
হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয় বারাসাতে। উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন সমিতির ঝন্টু মজুমদার,  মহিলা সমিতির নেত্রী সোমা দাস, ছাত্র নেতা ডাঃ দীপ্তজিৎ দাস সহ অন‍্যান‍্য ও যুব নেতৃত্ব।

Your Opinion

We hate spam as much as you do