Tranding

01:18 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / কোভিড আক্রান্তদের পাশে এলাকার  স্কুলের শিক্ষক, প্রাক্তনীরা

কোভিড আক্রান্তদের পাশে এলাকার  স্কুলের শিক্ষক, প্রাক্তনীরা

বসিরহাট টাউন হাইস্কুলের এন এস এস ইউনিট ও বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রচেষ্টায় বেশ কিছুদিন ধরে কোভিড আক্রান্ত রোগী ও পরিবারের সবজি, ডিম, পানীয়জল, প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে।

কোভিড আক্রান্তদের পাশে এলাকার  স্কুলের শিক্ষক, প্রাক্তনীরা

কোভিড আক্রান্তদের পাশে এলাকার  স্কুলের শিক্ষক, প্রাক্তনীরা

বসিরহাট টাউন হাইস্কুলের এন এস এস ইউনিট ও বিদ্যালয়ের প্রাক্তনীদের প্রচেষ্টায় বেশ কিছুদিন ধরে কোভিড আক্রান্ত রোগী ও পরিবারের সবজি, ডিম, পানীয়জল, প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে। বসিরহাট টাউন হাইস্কুলের এন এস এস কক্ষে খোলা হয়েছে কন্ট্রোল রুম- 'বিপদের সাথী এন এস এস।  সকালে প্রথমেই আমাদের স্বেচ্ছাসেবকরা বাজার থেকে সবজী কিনছে। তারপর সেগুলি কোভিড আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে। পানীয়জল ও অন্যান্য কাজে দুটি টোটো সর্বদা ছুটে চলেছে। এছাড়া কোভিড আক্রান্ত রোগীর বাড়িতে স্যানিটাইজেশন করা হচ্ছে। বসিরহাট টাউন হাইস্কুলের বাংলার শিক্ষক ও এন এস এস-এর প্রোগ্রাম অফিসার  দেবদাস সরকার মহাশয়ের তত্ত্বাবধানে চলছে এই কর্মযজ্ঞ। শিক্ষক মহাশয় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফোনের মাধ্যমে সকলকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করছেন। স্বাস্থ্যকর্মী শুভ্রা  ঘোষ বসু কোভিড রোগীকে ভর্তিসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। এর আগেও আম্ফানের সময়ে বসিরহাট মহাকুমার বিস্তীর্ণ  আঞ্চলে আম্ফানে বিপর্যস্ত মানুষদের ত্রিপল দেওয়া হয়েছে। এই বছর দুর্গাপূজার সময় বসিরহাট পার্শ্বস্থ নলডী গ্রামের আদিবাসী পাড়ায় বস্ত্র বিতরণ করা হয়েছে বারাসাতের দুটি সংস্থার সহযোগিতায়।ইতিমধ্যে নানা ব্লাড ব্যাংক থেকে রক্তের জন্য চরম আবেদন আসায় পুনরায় ৩০ মে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৩৮ জন রক্তদান করেন। করোনা ভ্যাক্সিনের কারণে প্রায় ৩৭জন ডোনারের রক্ত নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ঘূর্ণিঝড় ইয়াস ও জলোচ্ছ্বাস জনিত কারণে অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে  সন্দেশখালির  জেলিয়াখালিতে এন এস এস ইউনিটের পক্ষ থেকে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।এছাড়া সারা বছর ধরে রুটিন প্রোগ্রাম অনুযায়ী বৃক্ষরোপন, বৃক্ষ প্রদান, তামাক ও মাদক বর্জন দিবস পালন, নানা মনিষীদের জজন্মদিবস পালন, পথ নিরাপত্তা,নারী ও শিশু পাচারের উপর সেমিনার ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। বিপ্লব ঘোষ,  মেডিকেল রিপ্রেজেন্টটেটিভ রানা ভদ্র,জেলা পুলিশের সদর দপ্তরে কর্মরত রবিউল ইসলাম, স্বাস্থ্যকর্মী আবিতা সুলতানারা সামিল করোনা সহ বিভিন্ন সামাজিক কাজে।

Your Opinion

We hate spam as much as you do