Tranding

08:36 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / জগদ্দলে পুলিশ আক্রান্ত। গ্রেপ্তার ৩

জগদ্দলে পুলিশ আক্রান্ত। গ্রেপ্তার ৩

গতকাল রাতে জগদ্দলের আটচালা বাগানে তল্লাশি অভিযান চালানো হয়।

জগদ্দলে পুলিশ আক্রান্ত। গ্রেপ্তার ৩

জগদ্দলে পুলিশ আক্রান্ত। গ্রেপ্তার ৩

newscopes.in       29th july
তল্লাশিতে গিয়ে জগদ্দলে (Jagaddal) আক্রান্ত পুলিশ। বোমার আঘাতে জখম হন দুই কনস্টেবল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে জগদ্দলের আটচালা বাগানে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। এই ঘটনায় ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ।

সুত্র - abp বাংলা

Your Opinion

We hate spam as much as you do