P.w.d. রোডে বরানগর ডানলপ ডিপিএস স্কুলে সকাল থেকে অভিভাবকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ আজ অন্ধকারের পথে
P.w.d. রোডে বরানগর ডানলপ ডিপিএস স্কুলে সকাল থেকে অভিভাবকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ আজ অন্ধকারের পথে অভিভাবকদের দাবি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করে এই ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যবস্থা চালু রাখতে হবে ডিপিএস স্কুল ডানলপ শুরু হয় 2014 সালে। 2016 সাল থেকে এই স্কুলটির দিল্লি ডিপিএস স্কুলের কর্তৃপক্ষের সাথে চুক্তি শেষ হয়ে যায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদেরকে জানায়নি কিছু । 2018 সালে তাদেরকে ডিপিএস কর্তৃপক্ষ জানায় তাদের সাথে যে চুক্তি ছিল যে জায়গায় স্কুলটি করার কথা ছিল দেখানো হয়েছিল সেই জায়গায় স্কুলটি করা হয়নি তাই তাদের সাথে চুক্তি বাতিল করে । তাদেরকে বলা হয় 2018 সালে নিমতা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাছে তাদের স্কুলটি করার কথা ছিল সেখানে তাদের স্কুলটি চালু করতে হবে। পরবর্তীকালে আবার তাদেরকে সময় দেওয়া হয়। 2020 সালে আবার ডিপিএস কর্তৃপক্ষ জানায় আপনারা যে জায়গায় দেখিয়েছিলেন যে জায়গার কথা বলেছিলেন সেইখানে আবার স্কুল চালু করতে হবে। কিন্তু তারা করেনি আজকে এর আগে অভিবাবকরা পি ডব্লিউ ডি রোড অবরোধ করে 11 ই ফেব্রুয়ারি কিন্তু তারপরও কোনো কর্তৃপক্ষ সঠিক ভাবে অভিবাবকদের কিছু জানাতে চায় নি তারা জানাতে পারেননি আজ সকাল থেকে অভিভাবকরা স্কুলগেটে বিক্ষোভ কর্মসূচি এবং সারাদিন ধরে সারা রাত ধরে গণ অবস্থান এর কর্মসূচি শুরু করে। তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার চালু রাখার ব্যবস্থা করুন। রাজ্যের শিক্ষার হাল খারাপ হয়ে গেছে এটাই তার প্রমান। ডিপিএস কর্তৃপক্ষ অভিভাবকদের মিথ্যা বলে পড়াশুনা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের সঠিক কাগজপত্র এবং অনুমোদন নেই যারা এইট নাইন টেনে পড়ে তাদের কোথা থেকে হবে কিভাবে হবে অভিবাবকরা বুঝে উঠতে পারছে না অভিভাবকদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি কেস করা হয় এখন অপেক্ষায় থাকা এই এত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ কি হয় কোথায় দাঁড়ায় এদের ভবিষ্যৎ চিন্তায় অভিভাবকরা তাদের ভবিষ্যৎ কি হবে তাদের পড়াশোনার কি হবে এই চিন্তা নিয়েই অভিভাবকরা গতকাল থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন।
We hate spam as much as you do