Tranding

11:18 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আবার ভাটপাড়া.! ,বাড়ি থেকে তুলে যুবককে পরপর গুলি

আবার ভাটপাড়া.! ,বাড়ি থেকে তুলে যুবককে পরপর গুলি

বিকাশের বাবা রাজু বেহরা বলেন, “আমরা কারখানায় কাজ করছিলাম। শুনলাম ওকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। পর পর দু’টো গুলিও করেছে। মাথায় লেগেছে, পায়েও গুলি লেগেছে। কেন মারল, কারা মারল কিছুই জানি না।”

আবার ভাটপাড়া.! ,বাড়ি থেকে তুলে যুবককে পরপর গুলি

আবার ভাটপাড়া.! ,বাড়ি থেকে তুলে যুবককে পরপর গুলি
 

Aug 28, 2023 


ফের ভাটপাড়ায় চলল গুলি। সোমবার কাঁকিনাড়া জুটমিলের এক শ্রমিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ যুবকের নাম বিকাশ বেহরা। তাঁর পায়ে গুলি লাগে বলে স্থানীয় সূত্রে খবর। কী কারণে গুলি চলল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বিকাশ ভাটপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, একদল দুষ্কৃতী এলাকা থেকেই তাঁকে তুলে নিয়ে যায়। ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানেই বিকাশকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। পর পর দু’টি গুলি করা হয় বিকাশকে। একটি পায়ে লাগে বলে। এরপরই গুরুতর অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


বিকাশের বাবা রাজু বেহরা বলেন, “আমরা কারখানায় কাজ করছিলাম। শুনলাম ওকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। পর পর দু’টো গুলিও করেছে। মাথায় লেগেছে, পায়েও গুলি লেগেছে। কেন মারল, কারা মারল কিছুই জানি না।” বিকাশের পরিবারের লোকজন জানান, খবর পেয়েই হাসপাতালে ছোটেন তাঁরা। এলাকার লোকজনই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় বিকাশের।

Your Opinion

We hate spam as much as you do