Tranding

11:25 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বারাকপুরের বাম প্রার্থী দেবদূত বললেন আমি কম মস্তান নই

বারাকপুরের বাম প্রার্থী দেবদূত বললেন আমি কম মস্তান নই

তাঁর কথায়, আমাকে কম মস্তান ভাববেন না। শিক্ষা, স্বাস্থ্য, সুস্থ চিন্তাধারা ও খেটে খাওয়া মজদুরদের জন্য তাঁর মস্তানি আছে। তাই তিনি বোমা-গুলিকে ভয় পান না। মানুষ একজোট হলে মস্তান গুন্ডা পিছিয়ে যাবে। প্রতিপক্ষ তৃণমূল ও পদ্ম প্রাথী উভয়েই হেভিওয়েট। এপ্রসঙ্গে তাঁর জবাব, প্রার্থী তিনি একা নন। যারা দেওয়াল লিখছে, যারা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার লাগাচ্ছেন। তাঁরাও কিন্তু প্রার্থী।

বারাকপুরের বাম প্রার্থী দেবদূত বললেন আমি কম মস্তান নই

বারাকপুরের বাম প্রার্থী দেবদূত বললেন আমি কম মস্তান নই

 April 17, 2024  


ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের ভাটপাড়া -জগদ্দল মানেই বাহুবলীদের যায়গা। মাঝে মধ্যেই তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া-জগদ্দল থেকে টিটাগড়। এমন পরিস্থিতির মোকাবিলা করবেন কি করে? ভাটপাড়ায় প্রচারে এসে সোমবার বিকেলে এর উত্তর দিলেন ব্যারাকপুরের বামপ্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ।


তাঁর কথায়, আমাকে কম মস্তান ভাববেন না। শিক্ষা, স্বাস্থ্য, সুস্থ চিন্তাধারা ও খেটে খাওয়া মজদুরদের জন্য তাঁর মস্তানি আছে। তাই তিনি বোমা-গুলিকে ভয় পান না। মানুষ একজোট হলে মস্তান গুন্ডা পিছিয়ে যাবে। প্রতিপক্ষ তৃণমূল ও পদ্ম প্রাথী উভয়েই মন্ত্রী ও সাংসদ। এপ্রসঙ্গে তাঁর জবাব, প্রার্থী তিনি একা নন। যারা দেওয়াল লিখছে, যারা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার লাগাচ্ছেন। তাঁরাও কিন্তু প্রার্থী। মূলতঃ কমরেডরা একজোট হয়েই লড়াই করে। তাঁর দাবি, মানুষের জন্য আওয়াজ তুলতেই সংসদে যেতে হবে।

Your Opinion

We hate spam as much as you do