Tranding

11:21 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বসিরহাটে বেহাল স্বাস্থ্য ব‍্যবস্থার প্রতিবাদে বামেদের গন ডেপুটেশন

বসিরহাটে বেহাল স্বাস্থ্য ব‍্যবস্থার প্রতিবাদে বামেদের গন ডেপুটেশন

গালভরা নাম'বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটল'।সুপারের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালের ভিতরে বাইরে দালালচক্রের রমরমা।চারদিকে আবর্জনা স্তুপ।রোগীর অনুপাতে নার্সিং স্টাফ তুলনায় খুবই কম।অবজারভেশন রুমে ভর্তি হওয়া নতুন রোগী থেকে শুরু করে ওয়ার্ডগুলিতে ভর্তি রোগীদেরকে কার্যত গিনিপিগ বানিয়ে তাদের শরীরে ট্রেনি নার্সদের দিয়ে স্যালাইনের চ্যানেল করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন দেওয়ানো হয়। এবং এই কাজ হাসপাতালে চিকিৎসারত রোগির দেখভালের দায়িত্বে থাকা অপ্রশিক্ষিত স্পেশাল আয়াদের দিয়েও করানো হয়।

বসিরহাটে বেহাল স্বাস্থ্য ব‍্যবস্থার প্রতিবাদে বামেদের গন ডেপুটেশন

বসিরহাটে বেহাল স্বাস্থ্য ব‍্যবস্থার প্রতিবাদে বামেদের গন ডেপুটেশন

13 সেপ্টেম্বর 2025

বসিরহাট স্বাস্থ্য জেলার হাল বেহাল।চিকিৎসক কম।ফলে ধুঁকছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি। গালভরা নাম'বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটল'।সুপারের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালের ভিতরে বাইরে দালালচক্রের রমরমা।চারদিকে আবর্জনা স্তুপ।রোগীর অনুপাতে নার্সিং স্টাফ তুলনায় খুবই কম।অবজারভেশন রুমে ভর্তি হওয়া নতুন রোগী থেকে শুরু করে ওয়ার্ডগুলিতে ভর্তি রোগীদেরকে কার্যত গিনিপিগ বানিয়ে তাদের শরীরে ট্রেনি নার্সদের দিয়ে স্যালাইনের চ্যানেল করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন দেওয়ানো হয়। এবং এই কাজ হাসপাতালে চিকিৎসারত রোগির দেখভালের দায়িত্বে থাকা অপ্রশিক্ষিত স্পেশাল আয়াদের দিয়েও করানো হয়।যা কিনা ভয়ঙ্কর প্রবনতা দিনের পর দিন চলছে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটলে।অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের। বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালের জরুরি বিভাগের সাথে যুক্ত অবজারভেশন সেন্টার। সেখানে রোগী অবজারভেশনে থাকুক আর না থাকুক,গল্পদাদুর জমাটি আসর চলে বেশ। সময়ে সময়ে সেখানে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের বা বিবাহবার্ষিকীতে উইশ জানানো যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি তেমনি একটি অনুষ্ঠানের আয়োজন লক্ষ্য করেন বাদুড়িয়ার এক বাসিন্দা। শুক্রবার দেখা হতেই জানালেন সে কথা।আউটডোরে দিনে ৪৫০-৫০০রোগি আসে ডাক্তার দেখাতে।
কাউন্টার মাত্র একটি।ফলে ঠ্যালাঠেলি গুঁতোগুঁতির মধ্যে দিয়ে দীর্ঘ সময় চলে যায় টিকিট কাটতে। সকাল দুপুর রাত্রি।এই তিন সময়ে রোগিদের খাবার দেওয়া হয়। সকালের খাবার নিয়ে বিস্তর অভিযোগ রোগী থেকে শুরু করে বাড়ির লোকজনদের। কেমন সেই অভিযোগ?কথা বলে জানা গেল সকালের খাবারে দেওয়া হয় দুধ, ডিম,পাউরুটি এবং পাকাকলা।দুধ না কি জল বোঝার উপায় নেই।কলা দেয় হাতের কড়ে আঙুলের সাইজের।ডিম যত ছোট দেওয়া যায়।।বিনামূল্যে পানীয় জলের পরিষেবা লাটে উঠেছে।ফলে বাইরে থেকে জল কিনে খেতে হয় রোগি ও তাদের আত্মীয় স্বজনদের। হসপিটালের চিকিৎসক,নার্স এবং অন্যান্য কর্মীদের নিরাপত্তা বলে কিছু নেই। এহেন নানান কর্মকাণ্ড দেখে রসিকতা করে সবাই বলে 'নামে তালপুকুর, ঘটি ডোবে না'।এমনই হাজারো অভিযোগের ফিরিস্তি নিয়ে শুক্রবার বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েনের কাছে ১৫দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয় ডিওয়াইএফআই উত্তর ২৪পরগনা জেলা কমিটি। জনস্বার্থে বসিরহাট স্বাস্থ্যজেলার বেহাল স্বাস্থ্যের হাল ফেরানোর ডাক দিয়ে বোটঘাট থেকে মিছিল শুরু হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে। শহীদ দীনেশ মজুমদার রোড (ইটিন্ডা রোড) ধরে এক কিমি পথ অতিক্রম করে মিছিল আসে বসিরহাট জেলা হাসপাতালের মূল প্রবেশদ্বারে।সেখানে বিক্ষোভ সভা হয়। সভাপতিত্ব করেন,পিন্টু হাজরা।বক্তব্য রাখেন, যুবনেতা সফিকুল সরদার,রানা রায়, পথিক দাস, আশরাফুল আমিন, সুমিত ঘোষ,অমর মাহাতো,মুন্সি আবদুল হালিম,নাজিব মণ্ডল।
বিক্ষোভসভা চলাকালীন পাঁচজনের প্রতিনিধিদল যান সি এম ও এইচকে স্মারকলিপি জমা দিতে।সেখানে সি এম ও এইচ ছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট জেলা হাসপাতালের সুপার ও বসিরহাট স্বাস্থ্য জেলার অন্যান্য স্বাস্থ্য আধিকারিক।ডেপুটেশনে যুব নেতৃত্ব অভিযোগ করেন গত ২৮আগস্ট বসিরহাট জেলা হাসপাতালের ডায়ালিসিস সেন্টারের আর ও প্লান্ট, বাথরুম সহ  বিভিন্ন অংশের জিনিসপত্র  চুরি হয়। বিপুল টাকার সম্পত্তি বেমালুম হাপিস হয়ে যাওয়ার পরেও স্হানীয় থানায় এফ আই আর করা হয় নি।রেফার রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।ডেপুটেশনে উপস্থিত সিএম ও এইচ বিষয়টির সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে তা তিনি জানান।পাশে বসা বসিরহাট জেলা হাসপাতালের সুপার চুরির ঘটনা স্বীকার করে নিলেও সাধারণ অভিযোগ করার পরেও কেন এফ আই আর করা হয় নি তার কোন সদুত্তর দিতে পারেননি উপস্থিত নেতৃবৃন্দকে। কোন অদৃশ্য কারণে জানার পরেও চুরির
ঘটনা ঘটানোর পরেও কেন এফ আই আর করলেন না তা নিয়েই ইতিমধ্যেই ডেপুটেশনে উপস্থিত জেলা স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।হাসপাতালে এক শ্রেণীর চিকিৎসকদের মদতে দালালচক্র সক্রিয়। ফলে রোগীদের নিয়ে যাওয়া হয় হাসপাতালের অনতিদূরে বেসরকারি হাসপাতালে।এই অভিযোগও করেন যুব নেতৃবৃন্দ।ডেপুটেশনে উপস্থিত ছিলেন যুব জেলা সম্পাদক সপ্তর্ষি দেব, আবুল কালাম মোল্লা,অরিত্র বিশ্বাস, অলিভিয়া মুখার্জি, সাদ্দাম ঘরামী। ডেপুটেশন থেকে ফিরে বিক্ষোভ সভায় ডেপুটেশনের নির্যাস ব্যাখ্যা করেন সপ্তর্ষি দেব।

Your Opinion

We hate spam as much as you do